WB Covid19 Protocol: খোলা ওষুধের দোকান থেকে এটিএম, রাজ্যে কড়া বিধিতে আর কীসে মিলবে ছাড়?
করোনা মোকাবিলায় আজ থেকে নয়া বিধি জারি করেছে রাজ্য সরকার। বেশ কিছু ক্ষেত্রে রয়েছে বিধিনিষেধ। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় গতকাল, শনিবার, সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হবে। আগামী ৩০ মে পর্যন্ত এই নিয়ম জারি থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার। ছবি সৌজন্যে- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্য সরকার জানিয়েছে, সকাল ৭টা থেকে ১০ টা পর্যন্ত দোকান-বাজার খোলা থাকবে। খোলা থাকবে আনাজ, মুদিখানা, মাংসের দোকান, ডিমের দোকান, পাউরুটি ও দুধের দোকানও। ছবি সৌজন্যে- পিটিআই
মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ছবি সৌজন্যে- পিটিআই
হাসপাতাল, নার্সিং হোম, ডায়াগনিস্টিক সেন্টার, টিকাকরণ কেন্দ্র খোলা থাকবে। ছবি সৌজন্যে- পিটিআই
খোলা রাখা যাবে ওষুধের দোকান এবং চশমার দোকান। ছবি সৌজন্যে- পিটিআই
শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে চালানো যাবে অটো, ট্যাক্সি, প্রাইভেট গাড়ি। বিমানবন্দরে পরিষেবা চালু থাকবে। ছবি সৌজন্যে- পিটিআই
ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০ টা থেকে ২ টো পর্যন্ত। ২৪ ঘণ্টাই খোলা রাখা যাবে এটিএম। ছবি সৌজন্যে- পিটিআই
৫০ শতাংশ কর্মী নিয়ে চা-বাগান ও ৩০ শতাংশ কর্মী নিয়ে জুট-মিলের কাজ করা যাবে। ছবি সৌজন্যে- পিটিআই
জরুরি পরিষেবা ছাড়া আন্তঃরাজ্য ট্রাক চলাচল এবং পণ্য সরবরাহ বন্ধ থাকবে। ছবি সৌজন্যে- পিটিআই
ই-কমার্স ও অনলাইন ডেলিভারি পরিষেবা চালু থাকবে। ছবি সৌজন্যে- পিটিআই
খোলা থাকবে পেট্রোল পাম্প, গাড়ি সারানোর দোকান, গ্যাসের দোকান। ছবি সৌজন্যে- পিটিআই
শাড়ি ও গয়নার দোকান দুপুর ১২টা থেকে ৩ টে পর্যন্ত। ছবি সৌজন্যে- পিটিআই
বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ আমন্ত্রিতের সংখ্যা ৫০। সৎকারে সর্বোচ্চ উপস্থিত থাকতে পারবেন ২০ জন। ছবি সৌজন্যে- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -