G20 Summit India:G-20 শীর্ষবৈঠকে নানা সাজে বিদেশিনী অভ্যাগতরা
G-20 শীর্ষবৈঠক উপলক্ষ্যে শনিবার থেকে রাজধানী দিল্লিতে বিদেশি রাষ্ট্রপ্রধানদের জমকালো উপস্থিতি। সবটাই শুধু যে গুরুগম্ভীর, তা নয়। সুন্দর করে সেজেছেন বিদেশি মহিলা অভ্য়াগতদের অনেকে। যেমন, জাপানের প্রধানমন্ত্রীর ফুমিও কিশিদার সঙ্গে শাড়িতে দেখা গেল বিদেশিনিকেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর পাশে আবার এই অনন্যা বিদেশিনিকে 'ভারত মণ্ডপম'-কে দেখা গেল একটু অন্য সাজে।
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুতের সঙ্গে যিনি এসেছেন, তাঁকে ঊজ্জ্বল রঙের লম্বা জ্যাকেট ও ফর্মাল ট্রাউজারে অসাধারণ লাগছিল।
মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনউথের সঙ্গে যাঁকে 'ভারত মণ্ডপম' -এ স্বাগত জানানো হয়, তিনি সেজেছিলেন সাদা শাড়িতে। ভারতীয় সাজে অনন্যা লাগছিল বিদেশিনীকে।
আইএমএফের এমডি ক্রিস্তালিনা জর্জিভা আবার সেজেছিলেন ভারতীয় পোশাকে। সালোয়ার-কামিজে তাঁকে অনেকাংশে ভারতীয়ই লাগছিল।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি আবার পোশাক হিসেবে বেছে নিয়েছেন জমকালো স্কার্ট, সঙ্গে মানানসই টপ।
বিদেশিনী অভ্যাগতদের মধ্যে বিভিন্ন ধরনের পোশাক দেখা গেলেও পুরুষরা মোটের উপর একই ধরনের পোশাক বেছে নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল মাক্রঁ, সকলেই ছিলেন কালো স্য়ুটে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -