G7 Summit: নিরাপদে AI-র ব্যবহার, জেলেনস্কির সঙ্গে আলোচনা; G7 সম্মেলনে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের কী বার্তা মোদির ?
এবার G7 সম্মেলনের আসর বসেছে ইতালির আপুলিয়া এলাকার বিলাসবহুল বর্গো এগনাজিয়া রিসর্টে। সম্মেলনে ভারতকে Outreach Country হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
Continues below advertisement
ইতালিতে জি৭ সম্মেলনে মোদি
Continues below advertisement
1/10
ইতালিতে G7 সম্মেলনে যোগ দিতে গিয়ে পোপ ফ্রান্সিসকে আলিঙ্গন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পোপ ও মোদি একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করেন, সংক্ষিপ্ত কথাও হয় তাঁদের মধ্যে।
2/10
পোপকে ভারতে আসার আমন্ত্রণ জানান মোদি। এর পাশাপাশি মানুষের সেবায় পোপের অবদানের কথা তুলে ধরেন। পরে এক্স হ্যান্ডেলে এনিয়ে পোস্টও করেন প্রধানমন্ত্রী।
3/10
এদিকে সম্মেলনে যোগ দিতে গিয়ে ফ্রান্স ও ইউক্রেনের প্রেসিডেন্ট ও ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
4/10
এবার G7 সম্মেলনের আসর বসেছে ইতালির আপুলিয়া এলাকার বিলাসবহুল বর্গো এগনাজিয়া রিসর্টে। সম্মেলনে ভারতকে Outreach Country হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
5/10
তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এটাই প্রধানমন্ত্রী মোদির প্রথম বিদেশ সফর। সম্মেলনে তাঁকে স্বাগত জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
Continues below advertisement
6/10
এদিন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরেঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে ভারত-ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
7/10
উভয় দেশের রাষ্ট্রনেতার মধ্যে প্রতিরক্ষা, পরমাণু, মহাকাশ, শিক্ষা, জলবায়ু পরিবর্তন, ডিজিটাল পাবলিক পরিকাঠামো, যোগাযোগ ও সাংস্কৃতিক উদ্যোগের মতো বিষয়ে আলোচনা হয়েছে। তাঁরা ‘মেক ইন ইন্ডিয়া’-তে নজর দেওয়া-সহ কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছেন।
8/10
ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গেও এদিন বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। যেখানে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন তাঁরা।
9/10
সুনক ও মাকরেঁর সঙ্গে বৈঠকের পাশাপাশি এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন মোদি। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়।
10/10
এর পাশাপাশি স্যুইৎজারল্যান্ডে আসন্ন শান্তি সম্মেলন নিয়েও তাঁরা মতামত আদানপ্রদান করেন। প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন যে, ভারত আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানকে উৎসাহিত করে চলেছে এবং ভারত শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করার জন্য সবকিছু করবে। দুই নেতা যোগাযোগে থাকার কথা জানিয়েছেন বলে জানিয়েছে পিআইবি। (সব ছবি PTI থেকে নেওয়া)।
Published at : 14 Jun 2024 11:26 PM (IST)