Bipin Rawat: ফুলে ঢাকল কফিন বন্দি দেহ, শেষযাত্রার আগে জেনারেল বিপিন রাওয়াতকে শ্রদ্ধাজ্ঞাপন দেশের সব মহলের
আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে দেশের প্রথম প্রতিরক্ষা প্রধান (CDS) বিপিন রাওয়াত-কে। সস্ত্রীক জেনারেলের মরদেহ শায়িত রয়েছে তাঁর বাসভবন ৩ নম্বর কামরাজ মার্গে। সেখানেই শ্রদ্ধা জানালেন দেশের একাধিক ব্যক্তিত্বরা। এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের প্রথম সিডিএস জেনারেলের রাওয়াতের বাসভবন ৩ নম্বর কামরাজ মার্গে গিয়ে শেষ শ্রদ্ধা জানান ফরাসি রাষ্ট্রদূত ইম্যানুয়েল লেনিয়ান।
স্ত্রীক জেনারেলকে শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে ৯টা নাগাদ রাওয়াতের বাসভবনে আসেন রাহুল গাঁধী।
এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইজরায়েলের রাষ্ট্রদূত নায়োর গিলোন।
সেনাসর্বাধিনায়ককে তাঁর বাসভবনে এসে শ্রদ্ধা জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
জেনারেল রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়্গে।
শেষ শ্রদ্ধা জানান করুণানিধি-কন্যা কানিমোঝিও।
দুপুর ২টো পর্যন্ত শ্রদ্ধা জানাবেন সেনাকর্মী ও আধিকারিকরা। দুপুর ২টোয় সেখান থেকে শুরু হবে জেনারেল রাওয়াতের শেষযাত্রা।
বিকেল ৪টেয় দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -