Children Toys : শিশুদের জন্য কী খেলনা নির্বাচন করবেন ?
শিশুদের একটা বড় সময় কাটে খেলনা নিয়ে। কী ধরনের খেলনা নিয়ে একজন শিশু খেলছে তার উপর অনেক কিছু নির্ভর করে। তাই অভিভাবকদের ঠিকঠাক খেলনা নির্বাচন করা প্রয়োজন।(ছবি সৌজন্য : Pixabay)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএডুকেশনাল টয়েজ বা শিক্ষা সংক্রান্ত খেলনা। এই ধরনের খেলনার মাধ্যমে একজন শিশুর সঙ্গে কোনও প্রাপ্তবয়স্কের কথোপকথনের সুযোগ গড়ে ওঠে। তবে, শিশুদের কাছে বাবা-মায়ের মনোযোগ দেওয়ার বিকল্প হতে পারে না খেলনা।(ছবি সৌজন্য : Pixabay)
যেসব খেলনা শিশুদের কল্পনাশক্তিকে উৎসাহিত করে না, সেইসব খেলনা এড়িয়ে যাওয়া উচিত। বাস্তবিক জীবনের সমস্যা নিয়ে নাড়াঘাঁটা করলে শিশুদের মধ্যে সামাজিকতা ও আবেগ গড়ে ওঠে।(ছবি সৌজন্য : Pixabay)
খেলনা নির্বাচনের ক্ষেত্রে চিন্তার ছাপ থাকতে হবে। এমন নয় যে দামি মানেই সেই খেলনাটা ভাল হবে।(ছবি সৌজন্য : Pixabay)
শিশুর সঙ্গে খেলা ও পড়ার জন্য বই ও ম্যাগাজিন ব্যবহার করুন।(ছবি সৌজন্য : Pixabay)
এমন অনেক খেলনা আছে যেগুলি হিংসা ও নেতিবাচক চিন্তাকে উৎসাহিত করে। এই ধরনের খেলনা শিশুদের ক্ষেত্রে নির্বাচন করা উচিত নয়।(ছবি সৌজন্য : Pixabay)
এছাড়া ভিডিও ও কম্পিউটার গেমের ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া উচিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -