PM Modi: ভোট দিলেন প্রধানমন্ত্রী, রাস্তার দু’পাশে উঠল ‘মোদি, মোদি’ স্লোগান
PM Modi on Gujarat Election 2022: আমদাবাদের রনিপে ভোট দিলেন প্রধানমন্ত্রী। রীতিমতো লাইনে দাঁড়িয়ে ভোটার কার্ড দেখিয়ে ভোট দিলেন তিনি।
ভোট দিলেন প্রধানমন্ত্রী, রাস্তার দু’পাশে উঠল ‘মোদি, মোদি’ স্লোগান, ছবি সৌজন্য পিটিআই
1/10
গুজরাতে আজ দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। ভোটগ্রহণ শুরু হয়েছে ৯৩ টি আসনে।
2/10
আমদাবাদের রনিপে ভোট দিলেন প্রধানমন্ত্রী। রীতিমতো লাইনে দাঁড়িয়ে ভোটার কার্ড দেখিয়ে ভোট দিলেন তিনি।
3/10
তাঁকে ঘিরে সকাল থেকেই উৎসাহ ছিল তুঙ্গে। অনেকে রাস্তায় প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখতেই ভিড় জমিয়ে দেন।
4/10
প্রধানমন্ত্রী ভোট দিতে যাচ্ছেন যখন, তখন চারিদিন থেকে স্লোগান ওঠে তাঁর নামে।
5/10
ভোট দিয়ে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী বলেন, গুজরাতে যে ভাবে নির্বাচন হচ্ছে, তা সারা দেশের কাছে একটি দৃষ্টান্ত ।
6/10
তিনি আরও বলেন, এই ভোট খুব স্বচ্ছতার সঙ্গে ও ভালভাবে হচ্ছে । তিনি নির্বাচন পরিচালনার নির্বাচন কমিশনকেও ধন্যবাজ জানান।
7/10
অনুরাগীদের করজোড়ে প্রতিনমস্কার জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
8/10
ভোট দিতে সোমবার সকাল সাড়ে ৯টায় আসেন তিনি ভোটগ্রহণ কেন্দ্রে। আমদাবাদের রনিপের নিশান পাবলিক স্কুলে ভোটার কার্ড-সহ পৌঁছন।
9/10
রাস্তার দু’পাশে তখন গলা ফাটিয়ে ‘মোদি, মোদি’ স্লোগান। বুথ পর্যন্ত হেঁটে যেতেই শুভেচ্ছায় ভাসলেন তিনি।
10/10
এদিন উপচে পড়ে অনুরাগীদের ভিড়। নিজের মেজাজেই সকলকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি।
Published at : 05 Dec 2022 03:31 PM (IST)