PM Modi: ভোট দিলেন প্রধানমন্ত্রী, রাস্তার দু’পাশে উঠল ‘মোদি, মোদি’ স্লোগান
গুজরাতে আজ দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। ভোটগ্রহণ শুরু হয়েছে ৯৩ টি আসনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআমদাবাদের রনিপে ভোট দিলেন প্রধানমন্ত্রী। রীতিমতো লাইনে দাঁড়িয়ে ভোটার কার্ড দেখিয়ে ভোট দিলেন তিনি।
তাঁকে ঘিরে সকাল থেকেই উৎসাহ ছিল তুঙ্গে। অনেকে রাস্তায় প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখতেই ভিড় জমিয়ে দেন।
প্রধানমন্ত্রী ভোট দিতে যাচ্ছেন যখন, তখন চারিদিন থেকে স্লোগান ওঠে তাঁর নামে।
ভোট দিয়ে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী বলেন, গুজরাতে যে ভাবে নির্বাচন হচ্ছে, তা সারা দেশের কাছে একটি দৃষ্টান্ত ।
তিনি আরও বলেন, এই ভোট খুব স্বচ্ছতার সঙ্গে ও ভালভাবে হচ্ছে । তিনি নির্বাচন পরিচালনার নির্বাচন কমিশনকেও ধন্যবাজ জানান।
অনুরাগীদের করজোড়ে প্রতিনমস্কার জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভোট দিতে সোমবার সকাল সাড়ে ৯টায় আসেন তিনি ভোটগ্রহণ কেন্দ্রে। আমদাবাদের রনিপের নিশান পাবলিক স্কুলে ভোটার কার্ড-সহ পৌঁছন।
রাস্তার দু’পাশে তখন গলা ফাটিয়ে ‘মোদি, মোদি’ স্লোগান। বুথ পর্যন্ত হেঁটে যেতেই শুভেচ্ছায় ভাসলেন তিনি।
এদিন উপচে পড়ে অনুরাগীদের ভিড়। নিজের মেজাজেই সকলকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -