Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Happy New Year 2022: বিশ্বজুড়ে ওমিক্রন ত্রাস, কীভাবে বর্ষবরণের অনুষ্ঠান?
ওমিক্রন সতর্কতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতে। অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ধর্মীয়, সামাজিক অনুষ্ঠানেও বিধি জারি করা হয়েছে। গত সপ্তাহে ক্রিসমাস উদযাপনেও বিধি জারি করা হয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২০ থেকে ২০২১ সালে সঙ্গী হয়েছিল করোনা। ২০২১ থেকে ২০২২ –এ অন্যথা হল না। এরই মাঝে নয়া আতঙ্ক ওমিক্রন ভ্যারিয়েন্ট। যা নিয়ে ভারত সহ একাধিক দেশ বিধি জারি করেছে।
মহারাষ্ট্র, কর্নাটক, কেরল, মধ্য প্রদেশ, গুজরাত, উত্তর প্রদেশ, ওড়িশাতেও বিধি জারি করা হয়েছে। রাত ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাগু হয়েছে নাইট কার্ফু। একইসঙ্গে জমায়েথে নিষেধাজ্ঞা জারি করেছে সংশ্লিষ্ট প্রশাসন।
আমেরিকায় উত্তরোত্তর বাড়ছে সংক্রমণ। তাই বর্ষবরণের একাধিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ১৫ হাজার জনসমাগমের অনুমতি দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে কিছু শর্ত আছে। প্রত্যেকের সম্পূর্ণ টিকাকরণ এবং মাস্ক পরা বাধ্যতামূলক। লস অ্যাঞ্জেলসে গ্র্যান্ড পার্কের অনুষ্ঠান এবার অনলাইনেই দেখা যাবে।
ওমিক্রন আতঙ্কে যুক্তরাজ্যের একাধিক জায়গায় বিধি জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্কটল্যান্ড, নর্দান আয়ারল্যান্ডের মতো জায়গাও। জমায়েতে নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট প্রশাসনের। এর আগে ক্রিসমাসে রেকর্ড সংক্রমণ হয় ইংল্যান্ডে। লন্ডনের ট্রাফলগর স্কোয়ারে বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ২০২২ সালের আগে কোনও নতুন নিষেধাজ্ঞা জারি করা হবে না। নাইটক্লাব এবং পাবগুলি রাতে খোলা থাকবে বলে প্রশাসন সূত্রে খবর।
এখনও পর্যন্ত ইউরোপের একাধিক দেশে মাত্রাতিরিক্ত সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করেছে বহু দেশ। ফ্রান্সের প্রধানমন্ত্রী জানিয়েছেন জনসমাগম করা যাবে বর্ষবরণের অনুষ্ঠান। একইভাবে রোম এবং ভেনিসেও বাতিব করা হয়েছেন অনুষ্ঠান। এই ধরনের অনুষ্ঠান লাইভ দেখার বন্দোবস্ত করেছে জার্মানি।
আগেই ক্রিসমাস এবং বর্ষবরণের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছে গ্রিস। সব ধরনের জমায়েত বন্ধ করতে বলা হয়েছে। বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছে প্রশাসন। নতুন বছরের শুরুতে আরও কিছু বিধি জারি করা হতে পারে বলে সূত্রের খবর।
থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কককে বর্ষবরণের অনুষ্ঠান হবে। শুধু মাত্র ওপেন এয়ারে দর্শকদের অনুমতি দেওয়া হয়েছে। যাঁরা এই অনুষ্ঠান দেখতে আসবেন তাঁদের আগে থেকেই রেজিস্ট্রেশন এবং সম্পূর্ণ ভ্যাকসিনেশন বাধ্যতামূলক।
সাধারণত জাপানের টোকিওতেই সবথেকে বড় বর্ষবরণের অনুষ্ঠান হয়। তবে গত বছর টোকিওতে নিউ ইয়ার সেলিব্রেশন বাতিল হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -