Hathras Satsang Stampede: ৮০ হাজারের অনুমতি নিয়ে আড়াই লাখের সমাবেশ ! কোভিডকালে 'ভোলেবাবা'র বেনিয়মের কার্তি মনে পড়ে?
মঙ্গলবার মুঘলগড়ির ফুলরাই গ্রামে ভোলে বাবা নামে একজন ধর্মগুরু সৎসঙ্গের আয়োজন করেছিলেন। সেখানেই ঘটে গেল এক ভয়াঙ্কর মৃত্যুলীলা। ধর্মগুরুর পায়ের ধুলো নিতে গিয়েই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদর্শকের আসনে বেশির ভাগই ছিলেন মহিলা ও শিশু। অনুষ্ঠান শেষ হতেই তাঁরা উদ্বেল হয়ে ছুটতে শুরু করেন। যেনে ৮০ হাজার ভক্তের জমায়েত হওয়ার কথা ছিল, সেখানে আড়াই লাখ ভক্তের ভিড় নাকি হয়েছিল সেখানে। ধর্মগুরুর দিকে এগোল জনস্রোত।
আর সেখানেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। শয়ে শয়ে পায়ের নীচে পিষে গেলেন মহিলা ও শিশুরা। বাবার মহিমা দেখতে এসে জীবনটাই হয়ে গেল শেষ। 'সৎসঙ্গ'থেকে স্বর্গলাভ হল কি না , সে তো যার যার বিশ্বাস, তবে সর্বনাশ যে হল , তা তো বলাই বাহুল্য ।
এই জমায়েতকে ঘিরে উঠে আসছে একের পর এক নিয়ম ভাঙার ছবি। পুলিশের দাবি, হাথরসের ওই অনুষ্ঠানে ৮০ হাজারের জমায়েতের অনুমতি থাকলেও, এসেছিলেন প্রায় আড়াই লক্ষ পুণ্যার্থী।
পুলিশের আরও দাবি, পুণ্যার্থীদের সংখ্যা গোপন করার পাশাপাশি, পদপিষ্ট হওয়ার পর তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেন আয়োজকরা। ফলে বিশৃঙ্খলা তৈরি হতে সময় লাগেনি।
কীভাবে এত মানুষের জমায়েত? জেলা প্রশাসনের গাফিলতির অভিযোগেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যোগী সরকার তদন্তে ফাঁক না রাখার প্রতিশ্রুতি দিলেও এফআইআরে কোথাও নেই সেই ধর্মগুরুর নামই।
এই প্রথম নয় । বারবার নিয়ম ভাঙার ইতিহাস আছে এই ধর্মগুরুকে ঘিরে। আর পাঁচজন ধর্মগুরুর মতো গেরুয়া নয়, ভোলে বাবা সবসময় সাদা জামা-সাদা প্য়ান্ট কখনও সাদা পাজামা সাদা পাঞ্জাবী আবার কখনও সাদা স্য়ুট পড়েও তাঁর ভক্তদের দর্শন দেন ভোলে বাবা।
এর আগে করোনাকালেও নিয়মের তোয়াক্কা না করে, করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে বিশাল ভক্ত সমাবেশ করেছিলেন এই ভোলেবাবা। দেশের নিয়মকানুন এই ভোলেবাবা তোয়াক্কা করেন না মোটেই।
২০২২ সালে করোনার সময় নিষেধাজ্ঞা ভেঙে তাঁর বিরুদ্ধে সৎসঙ্গের আয়োজনের অভিযোগ উঠেছিল। সেই সময় যেখানে ৫০ জনের বেশি জমায়েত ছিল সারা দেশে নিষিদ্ধ, সেখানে তাঁর সৎসঙ্গে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ
২০২২ সালের মে মাসে ফারুখাবাদ জেলায় মাত্র ৫০ জনের উপস্থিতির অনুমতি নিয়ে ৫০ হাজারেরও বেশি ভক্ত নিয়ে সমাবেশ করেছিলেন সূরজলাল ওরফে ভোলেবাবা। এই নিয়ে প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -