Monsoon Rain: আবারও বাতিল অমরনাথ যাত্রা, বিপদসীমা ছাড়াল বিপাশা, ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তর ভারত
একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। রাস্তাঘাট সব জলমগ্ন, যান চলাচল বন্ধ রয়েছে। ধস নেমেছে জায়গায় জায়গায়। বাড়ি থেকে বেরনোর উপায় নেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই বলে জানিয়েছে মৌসম ভবন। বরং আগামী কয়েক দিনও একটানা বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। বেশ কিছু রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা।
এমন পরিস্থিতিতে আবারও অমরনাথ যাত্রা আপাতত বন্ধ রাখা হয়েছে। তীর্থযাত্রীদের নিরাপত্তার খাতিরেই এমন সিদ্ধান্ত। মৌসম ভবনের পরবর্তী পূর্বাভাস অনুযায়ী সিদ্ধন্ত গৃহীত হবে বলে জানা গিয়েছে।
উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় একটানা ভারী বর্ষণ চলছে। তাতে কমপক্ষে ১২ জনের মৃত্যু মিলেছে এখনও পর্যন্ত। রাস্তাঘাট সব জলমগ্ন হয়ে রয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে আগামী কয়েক দিন ভারী বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। পশ্চিমি ঝঞ্ঝা এই মুহূর্তে উত্তর ভারতের উপর অবস্থান করছে, তাতেই পরিস্থিতি।
শনিবার থেকে ভারী বৃষ্টি হচ্ছে দিল্লিতেও। চলতি মরশুমের প্রথম বৃষ্টিতে ভিজল রাজধানী। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।
১৯৮২ সালের জুলাইয়ের পর থেকে গত ৪০ বছরে এমন ভারী বর্ষণের সাক্ষী হয়নি রাজধানী। এই ভারী বর্ষণের জেরে সেখানকার জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানীর জায়গায় জায়গায় আটকে গিয়েছে যান চলাচল।
হিমাচলের শিমলা, সিরমৌ র, লাহৌল, স্পীতি, চাম্বা এবং সোলানে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।কুলুতে জাতীয় সড়কের একাংশ ইতিমধ্যেই জলের তোড়ে ভেসে গিয়েছে। বিপাশা নদীর জলস্তর বিপদসীমা পেরিয়ে গিয়েছে।
শ্রীনগর-জম্মু হাইওয়েতে প্রায় ৩ হাজার গাড়ি আটকে রয়েছে। সেখানে রাস্তার একাংশ ধসে গিয়েছে। রাজস্থানের নয় জেলা, রাজসামন্দ, জালোর, পালি, আজমের, আলওয়ার, বঁশওয়ারা, ভরতপুর, ভিলওয়ারা, বুন্দি, চিতোরগড়, দওসা, জয়পুর এবং কোটায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ভারী বৃষ্টির জেরে দিল্লিতে ফ্ল্যাটের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৫৮ বছর বয়সি এক প্রৌঢ়ার। রাজস্থানে চার জন মারা গিয়েছেন। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে এদিন ভোরে ছ’বছরের সন্তান-সহ এক মহিলা মারা গিয়েছেন।
বাড়ির একাংশ ভেঙে পড়ে তাঁদের উপর। শিমলাতেও বাড়ি ভেঙে পড়ে মারা যান এক পরিবারের তিন সদস্য। জম্মু ও কাশ্মীরে হড়পা বানে ভেসে গিয়ে মৃত্য হয় দুই জওয়ানের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -