Vastu For Money: আচমকা গায়ে টিকটিকি পড়েছে? কীসের ইঙ্গিত?
বাড়িতে টিকটিকি থাকবে না এমন বাড়ি খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনি কি জানেন আপনার গায়ের উপরে যদি টিকটিকি পড়ে তাহলে তা অনেক কিছু নির্দেশ করতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসব সময় খারাপ নির্দেশ দেয় তাই নয় তবে টিকটিকি বিষাক্ত জন্তু, চেষ্টা করবেন গায়ে যেন না পড়ে সে ক্ষেত্রে ত্বকের সমস্যা হতে পারে বা পড়ার পরে এসে জায়গাটি কোন আন্টিসেপটিক দিয়ে ধুয়ে ফেলবেন।
বাস্তু মতে, টিকটিকি যখন একজন পুরুষ মানুষের ডানদিকে আর একজন মহিলার বাম দিকে পড়ে তখন আপনি নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন, কারণ উভয় দেখে পুরুষ এবং নারীর জন্য খুবই শুভ।
বাস্তুবিদরা মনে করেন, টিকটিকি যদি মাথায় পড়ে তাহলে তা অনেক সৌভাগ্যের ইঙ্গিত বহন করে অনেক বিলাসবহুল জীবন আপনার জন্য অপেক্ষা করছে, আপনি অনেক ধনী হতে পারেন পরবর্তীকালে।
আপনি যদি নতুন বাড়ি করে আসার পরে দেখেন সেখানে অনেক টিকটিকি রয়েছে, তাহলে বুঝতে হবে যে মা লক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছে, এমনটা বলছেন বিশেষজ্ঞরা।
বাড়িতে যদি টিকটিকি থাকে তাহলে মারার আগে বা তাকে তাড়ানোর আগে দশবার ভাববেন।
তবে আপনাকে সাবধান থাকতে হবে খেয়াল রাখতে হবে, টিকটিকির মলমূত্র যেন কোনো খাবারে না পরে এটা কিন্তু ভয়ঙ্কর বিষাক্ত বিশেষ করে বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে এটি খেয়াল রাখবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -