Himachal Pradesh: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মানালি! পর্যটকের পছন্দের শহরে তাণ্ডব প্রকৃতির
টানা বৃষ্টিতে বিপাশা নদী রুদ্রমূর্তি ধারণ করেছে। একসময় যে নদী হিমাচলে অনন্যরূপে বইত। সেই নদীই এখন ধারণ করেছে রুদ্ররূপ। বিপাশায় বান ডাকায় ঢুবতে বসেছে গোটা শহর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহিমাচলে মানালি এবং কুলু পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পর্যটকেরা ভিড় জমান সৌন্দর্য্যে ভরা এ শহরে। কিন্তু টানা বৃষ্টিতে চেনা মানালি, কুলু আজ অচেনা।
দেখে মনে হবে যেন প্রকৃতি তাণ্ডব চালিয়েছে দুটি শহরে। মাটি ধোয়া জলে ভেসেছে গোটা এলাকা। জলের তোড়ে বাড়িঘর, ব্রিজ, রাস্তা, নদীগর্ভে গিয়েছে সব।
নদী তার নদীপথ পেরিয়ে উঠে এসেছে রাস্তায়। সেই জলের দাপট এতটাই যে তাসের ঘরের মতো ভেসে চলেছে বাড়ি-গাড়ি। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে গিয়েছে প্রশাসন।
কয়েক দিন ধরেই টানা বৃষ্টিতে হড়পা বান পরিস্থিতি তৈরি হয়েছে হিমাচলে। নদীর দাপটে নদীগর্ভে একের পর এক বাড়ি তলিয়ে গিয়েছে।
এমনও ভিডিও দেখা গিয়েছে, যেখানে জোলের তোড়ে ভেসে যাচ্ছে গাড়িও। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই হিমাচলে জারি হয়েছে লাল সতর্কতা।
হিমাচলের আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ১৪ জুলাই পর্যন্ত পুরো রাজ্যে বৃষ্টির প্রক্রিয়া চলতে পারে। হিমাচলের লাহৌল-স্পিতিতে আকস্মিক বন্যা, তুষারধসেরও সতর্কতা জারি হয়েছে। উনা, বিলাসপুর, হামিরপুর, চাম্বা, কাংড়া, কুল্লু এবং মান্ডি জেলায় অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
হিমাচলের এই বিপর্যস্ত অবস্থা নিয়ে মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যযালয় থেকে জানান হয় একথা। বিপর্যয় মোকাবিলা দল যাতে ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে জোরকদমে কাজ করে সেই বার্তাও দিয়েছেন তিনি বলে জানা গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -