Divorce History: পাথরে খোদাই ছিল আইন, যিশুর জন্মের আগে থেকেই পৃথিবীতে ডিভোর্সের চল
সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞান এবং প্রযুক্তি জগতে বিপ্লব ঘটলেও, জীবনের নিশ্চয়তা কমে যাচ্ছে দিন দিন। বিশেষ করে সম্পর্কে পরস্পরের মধ্যে সমীকরণ বদলাতে শুরু করেছে। যে কারণে ইদানীং কালে বিবাহবিচ্ছেদের ঘটনা বেশি করে চোখে পড়ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু পৃথিবীতে প্রথম বার বিবাহবিচ্ছেদ কবে হয়েছিল জানেন? কয়েক দশক আগে নয়, যিশু খ্রিস্টের জন্মের আগেও আইনি মতে বিবাহবিচ্ছেদ চালু ছিল বলে জানা গিয়েছে।
খ্রিস্ট পূর্ব ১৭৬০ সালে প্রাচীনতম বিবাহবিচ্ছেদ আইনের খোঁজ পাওয়া যায় ইতিহাসে। জানা যায়, ব্যাবিলনে রাজা হাম্মুরাবির রাজত্বকালে ওই বিবাহবিচ্ছেদ আইন চালু ছিল।
ইতিহাসবিদরা জানিয়েছেন, রাজা হাম্মুরাবি ২৮২টি আইন পাথরে খোদাই করিয়েছিলেন, যার মধ্যে বিবাহবিচ্ছেদ আইনও ছিল। তবে বিবাহবিচ্ছেদ আজকের মতো জটিল প্রক্রিয়া ছিল না সেই সময়।
জানা গিয়েছে, সেই সময় কোনও পুরুষ চাইলে স্ত্রীর থেকে বিচ্ছেদ নিতে পারতেন। 'তুমি আমার স্ত্রী নও', শুধু এইটুকুই আওড়াতে হতো। এর পর ক্ষতিপূরণ বাবদ অর্থ দিতে হতো স্ত্রীকে। শ্বশুরবাড়ি থেকে নেওয়া পণও ফিরিতে দিতে হতো।
তবে স্ত্রী যদি স্বামীর থেকে বিবাহবিচ্ছেদ চাইতেন, সেক্ষেত্রে নিয়ম ছিল আলাদা। প্রথমে সেই নিয়ে অভিযোগ দায়ের করতে হতো স্থানীয় প্রশাসনের কাছে। এর পর বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত গৃহীত হতো।
রোম সাম্রাজ্যে বিবাহবিচ্ছেদ ছিল বিতর্কিত বিষয়। ৩৮০ সালে খ্রিস্ট ধর্ম রোমের সরাকরি ধর্মে পরিণত হয়। গির্জার আপত্তি ছিল বিবাহবিচ্ছেদে। ফলে অভিজাত সম্প্রদায়ের মানুষজন বিবাহবিচ্ছেদের পথে না গিয়ে, বিয়েকে অবৈধ ঘোষণার দিকে এগোতেন। তবে সকলে সেই সুযোগ পেতেন না।
পৃথিবীর যে গণতান্ত্রিক দেশে প্রথম বিবাহবিচ্ছেদ আইন চালু হয়, সেটি হল ফ্রান্স। ১৭৬২ সালে সেখানে বিবাহবিচ্ছেদ আইন চালু হয়। ১৮১৬ সালে আবার বিবাহবিচ্ছেদকে বেআইনিও ঘোষণা করা হয়।
এর পর, ১৮৭৫ সালে জার্মানি, ১৯৯৭ সালে আয়ারল্যান্ড, ১৯৭৪ সালে ইতালি, ১৯৮১ সালে স্পেনে বিবাহবিচ্ছেদ আইন চালু হয়। আমেরিকার মেরিল্যান্ড প্রদেশে প্রথম ১৭০১ সালে বিবাহবিচ্ছেদ আইন চালু হয়েছিল বলে জানা যায়। ১৯৪৯ থেকে ১৯৫০ সালের মধ্যে সাউথ ক্যারোলিনায় বিবাহবিচ্ছেদ আইন চালু হয়।
১৯৭০ সালে ক্যালিফোর্নিয়ায় 'No Fault' বিবাহবিচ্ছেদ আইন চালু হয়। ১৮০৪ সাল থেকে পেনসিলভ্যানিয়ায় বিবাহবিচ্ছেদ আইনের নথি রাখার সূচনা। তবে ১৬৮২ সালেও পেনসিলভ্যানিয়ায় বিবাহবিচ্ছেদের নজির পাওয়া যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -