Holi 2023: উত্তর থেকে দক্ষিণ- রঙের উৎসবে মাতোয়ারা গোটা দেশ
আগ্রায় তাজমহলের সামনে রঙের উৎসব। আবির মেখে আনন্দ উদযাপন। তাজমহলের পিছনে দশেরা ঘাটে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবিরে ঢাকা গুয়াহাটি। অসমের গুয়াহাটির ফ্যান্সি বাজারে আবির খেলায় মাতোয়ারা সকলে।
কানপুরের আর্য নগরে হোলি উৎসবে নাচ-গানে মাতোয়ারা সকলে।
হোলির দিন বারাণসীতে বরাবরই ভিড় হয়। এবারও একইরকম ছবি দেখা গেল। হোলি উদযাপন করতে বারাণসীর গঙ্গা ঘাটে উপচে পড়ল ভিড়।
একদিকে কর্তব্যে অবিচল, অন্যদিকে হোলিতেও মাতলেন কেন্দ্রীয় পুলিশবাহিনী- CRPF-এর জওয়ানরা।
নয়া দিল্লিতে রঙের উৎসব। ইন্ডিয়া গেটে রং খেলায় মেতেছেন ভিনদেশি পর্যটকরা।
উত্তরপ্রদেশের সব কোণায় তুমুল আনন্দের সঙ্গে উদযাপিত হয় হোলি। বাদ যায় না প্রয়াগরাজও। সেখানেও আবিরের খেলা।
চেন্নাইও মাতোয়ারা রঙের উৎসবে। তামিলনাড়ুর চেন্নাইয়ে রঙিন জলে কার্যত স্নান করছেন এক উৎসাহী।
গুজরাতে আমদাবাদে রঙের উৎসবে মাতোয়ারা সকলে। নাচ-গানের সঙ্গে চলছে রং খেলা।
পঞ্জাবের জলন্ধরে রং খেলায় মেতেছেন সকলে। শিশু থেকে বৃদ্ধ সকলেই খেলায় মাতোয়ারা। সব ছবি: PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -