Holi 2023: উত্তর থেকে দক্ষিণ- রঙের উৎসবে মাতোয়ারা গোটা দেশ
Dolyatra 2023: আগরা থেকে আমদাবাদ-আবির-রঙে নাচে-গানে মাতোয়ারা সকলেই
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10
আগ্রায় তাজমহলের সামনে রঙের উৎসব। আবির মেখে আনন্দ উদযাপন। তাজমহলের পিছনে দশেরা ঘাটে।
2/10
আবিরে ঢাকা গুয়াহাটি। অসমের গুয়াহাটির ফ্যান্সি বাজারে আবির খেলায় মাতোয়ারা সকলে।
3/10
কানপুরের আর্য নগরে হোলি উৎসবে নাচ-গানে মাতোয়ারা সকলে।
4/10
হোলির দিন বারাণসীতে বরাবরই ভিড় হয়। এবারও একইরকম ছবি দেখা গেল। হোলি উদযাপন করতে বারাণসীর গঙ্গা ঘাটে উপচে পড়ল ভিড়।
5/10
একদিকে কর্তব্যে অবিচল, অন্যদিকে হোলিতেও মাতলেন কেন্দ্রীয় পুলিশবাহিনী- CRPF-এর জওয়ানরা।
6/10
নয়া দিল্লিতে রঙের উৎসব। ইন্ডিয়া গেটে রং খেলায় মেতেছেন ভিনদেশি পর্যটকরা।
7/10
উত্তরপ্রদেশের সব কোণায় তুমুল আনন্দের সঙ্গে উদযাপিত হয় হোলি। বাদ যায় না প্রয়াগরাজও। সেখানেও আবিরের খেলা।
8/10
চেন্নাইও মাতোয়ারা রঙের উৎসবে। তামিলনাড়ুর চেন্নাইয়ে রঙিন জলে কার্যত স্নান করছেন এক উৎসাহী।
9/10
গুজরাতে আমদাবাদে রঙের উৎসবে মাতোয়ারা সকলে। নাচ-গানের সঙ্গে চলছে রং খেলা।
10/10
পঞ্জাবের জলন্ধরে রং খেলায় মেতেছেন সকলে। শিশু থেকে বৃদ্ধ সকলেই খেলায় মাতোয়ারা। সব ছবি: PTI
Published at : 08 Mar 2023 11:01 PM (IST)