ABHA Card: আয়ুষ্মান ভারত বা ABHA কার্ডের সুবিধা কী কী, কী কী রয়েছে এই প্রকল্পে

ABHA কার্ডের মানে হল আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট কার্ড। ABHA কার্ডে ১৪ সংখ্যার একটি নম্বর রয়েছে যাকে আভা আইডি বলা হয়।

ছবি সৌজন্য- পিটিআই

1/8
সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্প জনপ্রিয় করতে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর একটি অ্যাপ চালু করেছে কেন্দ্র। হয়েছে আয়ুষ্মান ভব্য অভিযানও। যার মাধ্যমে চারটি সহজ ধাপে আয়ুষ্মান কার্ড তৈরি করা যাবে। দারিদ্রসীমার নিচে থাকা প্রতিটি পরিবারকে পাঁচ লক্ষ টাকা বছরে বিনামূল্যে চিকিৎসা করানো যাবে এই স্বাস্থ্য বিমার অধীনে। (ছবি সৌজন্য-পিটিআই)
2/8
২০১১ সালে দেশে হওয়া আর্থ-সামাজিক অর্থনৈতিক আদমশুমারি অনুযায়ী প্রাথমিক ভাবে এই প্রকল্পের সুবিধাভোগীদের বাছাই করা হয়েছিল। তাতে থাকা ১০ কোটির পরিবারের মধ্যে গ্রামে ছিল আট ও শহরে ছিল ২ কোটি। ২০২৪ সালের জানুয়ারি মাসে কেন্দ্রের তরফে জানানো হয় এই কার্ডের সংখ্যা ৩০ কোটি ছাড়িয়ে গেছে। (ছবি সৌজন্য-পিটিআই)
3/8
এই প্রকল্পে নাবালিকা, মহিলা ও প্রবীণ নাগরিকদের বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই সঙ্গে এটাও উল্লেখ্য যে এই কার্ডটি তৈরির ক্ষেত্রে পরিবারের সদস্যদের সংখ্যা ও তাঁদের বয়স নিয়ে কোনও বাধা নিষেধ নেই। (ছবি সৌজন্য-পিটিআই)
4/8
আয়ুষ্মান ভারত বা ABHA কার্ড থাকলে ক্যান্সার, কার্ডিয়াক সার্জারি ও অন্যান্য মারণ রোগের চিকিৎসা করাতে পারবেন সহজে। হৃদরোগ বিশেষজ্ঞ ও ইউরোলজিস্টদের পরামর্শ ও পরিষেবা মিলবে বিনামূল্যে।
5/8
এই কার্ড থাকলে সরকারি হাসপাতালে বাধ্য থাকবে চিকিৎসা করতে। যাঁদের স্বাস্থ্য পরিষেবা প্রয়োজন তাঁদের থেকে কোনওভাবে মুখ ঘুরিয়ে রাখা যাবে না।
6/8
এই প্রকল্পের অধীনে থাকা পরিবারগুলি ভারতজুড়ে চিকিৎসা পরিবেষা পাবেন। আর তার জন্য পকেটে নগদ টাকা না থাকলেও কোনও সমস্যা নেই। সমস্ত সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলি রোগীদের থেকে কোনও অতিরিক্ত অর্থও দাবি করতে পারবে না। (ছবি সৌজন্য-পিক্সাবে)
7/8
আয়ুষ্মান ভারতের ফলে সমাজের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির জীবনযাত্রার মান উন্নত করবে। তারা সময়মতো ঠিকঠাক চিকিৎসা ও যত্ন পাবেন। (ছবি সৌজন্য-পিক্সাবে)
8/8
সারা দেশে এই প্রকল্পের অধীনে ডে-কেয়ার ট্রিটমেন্ট থেকে, সার্জারি, হাসপাতালে ভর্তি ও ওষুধ সহ ১৩৫০টির বেশি স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত প্যাকেজ করা হয়েছে। (ছবি সৌজন্য-পিক্সাবে)
Sponsored Links by Taboola