ট্রাম্প থেকে কবীর বেদী- স্বামী স্ত্রীর মধ্যে বয়সের বিরাট পার্থক্য নতুন কিছু নয়, দেখুন এমনই কিছু তারকা জুটি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের মধ্যে বয়সের তফাত ২৪ বছরের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্যাথরিন জেটা জোনস বিয়ে করেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল ডগলাসকে। ২০০০ সালে হয় বিয়ে, ক্যাথরিন তখন ৩০, মাইকেল ৫৫।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর স্ত্রী ব্রিজিত তাঁর থেকে ২৪ বছরের বড়। ইমানুয়েল স্কুলে তাঁর ছাত্র ছিলেন। প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে তাঁকে বিয়ে করেন ৩ সন্তানের মা ব্রিজিত।
কবীর বেদী দ্বিতীয় বিয়ে করেছেন ২০১৬-র ১৬ জানুয়ারি। কবীরের বয়স তখন ৭০। তাঁর স্ত্রী পরবীন দুসাঞ্জ, তাঁর বয়স ছিল ৪১। ২ জনের বয়সের তফাত ২৯ বছর।
বিশ্ববিখ্যাত ফুটবল তারকা পেলেও ২০১৬ সালে তৃতীয় বিয়ে করেন। তাঁর বয়স তখন ৭৫। স্ত্রী মার্সিয়া সিবেলে আওকি জাপানি বংশোদ্ভূত, তাঁর বয়স তখন ৪২।
দিলীপ কুমার ও সায়রা বানুর বিয়ে হয় ১৯৬৬-র ১১ অক্টোবর। দিলীপের বয়স তখন ৪৪, সায়রা মাত্র ২২। ৫৩ বছর হয়ে গেল, দিব্যি সুখে শান্তিতে সংসার করছেন তাঁরা।
আমাদের দীপঙ্কর দে-দোলন রায়ের কথাই ধরুন। দীর্ঘদিন এক সঙ্গে থাকার পর এ বছরের শুরুতে বিয়ে করেছেন তাঁরা। দীপঙ্করের বয়স ৭৫। দোলনের? প্রায় ৫০।
সুপারমডেল-অভিনেতা মিলিন্দ সোমান ২০১৮ সালে বিয়ে করেছেন বিমান সেবিকা অঙ্কিতা কোনওয়ারকে। মিলিন্দ অঙ্কিতার থেকে ২৬ বছরের বড়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -