Warmest Year In India: প্রচন্ড গরমের রেকর্ড গড়ল ভারত, চরম আবহাওয়ায় প্রাণ হারিয়েছেন কয়েক হাজার
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) অনুসারে, ২০২১ সালে ভারতে পঞ্চম উষ্ণতম বছর ছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকারণ গত দেশ বার্ষিক গড় বায়ু তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৪৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে রেকর্ড করেছে৷ ১৯০১ সালের পর এতটা বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা।
আইএমডি শুক্রবার জানিয়েছে, গত বছরে বন্যা, ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি, ভূমিধস, বজ্রপাতের মতো চরম আবহাওয়ার কারণে ১৭৫০ জন মারা গেছে।
আবহাওয়া বিভাগ তার বার্ষিক জলবায়ু বিবৃতিতে জানিয়েছে, “২০২১ সাল ছিল ১৯০১ সাল থেকে ২০১৬, ২০০৯, ২০১৭ এবং ২০১০ সালের পর পঞ্চম উষ্ণতম বছর। দেশের বার্ষিক গড় বায়ু তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্বক বেশি ছিল
বার্ষিক গড় আবহাওয়া স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল গত বছর। এছাড়াও চরমতম আবহাওয়াও দেখা গিয়েছিল।
ঘূর্ণিঝড়ের কারণে ১৭২ জন মারা গেছে এবং অন্যান্য চরম আবহাওয়ার কারণে ৩২ জন মারা গেছে।
পঞ্চম উষ্ণতম বছরে বেশ কিছু এলাকায় রেকর্ড-ব্রেকিং তাপমাত্রাও দেখতে পাওয়া গেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -