Railway Corona Initiative: শুধুই নয় জরিমানা, সচেতনতা বাড়াতে মাস্ক বিলি পূর্ব রেলের
ট্রেনে ওঠা সহ স্টেশন চত্বরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে পূর্ব রেল। কেউ না পরলে তার থেকে জরিমানাও নেওয়া হচ্ছে। সচেতনতা তৈরি করতে এই ব্যবস্থা বলে জানিয়েছিল পূর্ব রেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে শুধু জরিমানাই নয়, এবার মাস্ক বিলিও শুরু করেছে পূর্ব রেল। এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।
একলব্য চক্রবর্তী জানিয়েছেন, কারোর মুখে মাস্ক না থাকলে রেল জরিমানা নিচ্ছে। পাশাপাশি তুলে দেওয়া হচ্ছে মাস্কও।
যতজনকে জরিমানা ধার্য করা হয়েছে তাঁদের থেকে বেশি মানুষকে মাস্ক দেওয়া হয়েছে। মূলত যাঁদের আর্থিক সঙ্গতি নেই তাঁদের জন্যই রেলের এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাস্ক না পরায় ইতিমধ্যে প্রায় সাড়ে চারশো রেল যাত্রীর থেকে জরিমানা ধার্য করা হয়েছে।
একইসঙ্গে মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, শিয়ালদহ এবং হাওড়া মিলিয়ে প্রায় গার্ড ২৩১ করোনা আক্রান্ত। জ্বর হয়েছে বা আইসোলেশনে আছেন এইসব মিলিয়ে সংখ্যাটা ৪৩৪। আক্রান্ত হয়েছেন ১৫০-র বেশি চালক।
তবে বিপুল সংখ্যক চালক বা গার্ড না থাকলেও পরিষেবায় কোনও প্রভাব পড়বে না বলে দাবি তাঁর। পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের তরফে এমন নির্দেশিকা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক।
তিনি জানিয়েছেন, আজ পূর্ব রেলের জেনারেল বৈঠক হয় রেলের আধিকারিকদের। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত বাতিল হচ্ছে না কোনও এক্সপ্রেস, প্যাসেঞ্জার এবং দূর পাল্লার ট্রেন।
মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, প্রতিদিন ৭ থেকে ১০ শতাংশ ট্রেন বাতিল করা হয়েছে। তাঁর কথায়, লোকাল ট্রেনে অফিস টাইমে কতটা শারীরিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে তা নিয়ে বিতর্কের অবকাশ আছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -