Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Covid19 guidelines: করোনাকালে অন্য রাজ্যে যাচ্ছেন? জেনে নিন কোভিডবিধি
মহারাষ্ট্র- প্রতিদিনই বাড়ছে দৈনিক সংক্রমণের পরিসংখ্যান। ট্রেনপথে কেরল, গোয়া, গুজরাত, দিল্লি, উত্তরাখণ্ড, রাজস্থান থেকে আগতদের করোনা পরীক্ষার নেগেটিভ হতে হবে। মহারাষ্ট্রে পৌঁছানোর ৪৮ ঘণ্টা আগে এই পরীক্ষা করাতে হবে। একই নিয়ম প্রযোজ্য বিমানযাত্রীদের ক্ষেত্রে। অবশ্যই আরটি-পিসিআর পদ্ধতিতে পরীক্ষা করাতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লি- রাজধানীতে এক সপ্তাহের লকডাউন চলছে। দিল্লিতে ঢুকতে গেলে সংশ্লিষ্টকে আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হতে হবে। একইসঙ্গে থাকতে হবে হোম কোয়ারান্টিনে।
কর্নাটক- কেরল, পঞ্জাব, মহারাষ্ট্র, চন্ডীগড় থেকে থেকে ওই রাজ্যে গেলে আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। পরীক্ষা করাতে হবে যাত্রার ৭২ ঘণ্টা আগে। বিশেষত বেঙ্গালুরুতে যাওয়ার ক্ষেত্রে কড়া অবস্থান প্রশাসনের। যাঁরা বিদেশ থেকে ওই রাজ্যে যাবেন তাঁদের ১৪ দিনের কোয়ারান্টিন বাধ্যতামূলক।
কেরল- কেরলে যাওয়ার ক্ষেত্রেও পরীক্ষা বাধ্যতামূলক। রাজ্য সরকার জানিয়েছে ওই রাজ্যে পৌঁছানোর পরেও পরীক্ষা করানো যেতে পারে। রাজ্যে পৌঁছানোর পর বাধ্যতামূলক কোভিড বিধি পালন। একইসঙ্গে ১৪ দিনের কোয়ারান্টিনে থাকতে হবে।
পশ্চিমবঙ্গ- কেরল, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্নাটক থেকে যাঁরা এরাজ্যে আসবেন তাঁদের অবশ্যই আসার আগে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে।
গুজরাত- সংশ্লিষ্ট রাজ্যের বিমান যাত্রীদের জন্য টেস্ট করানো বাধ্যতামূলক। উড়ানের আগেই বিমান কর্তৃপক্ষ টেস্টের রিপোর্ট দেখতে পারে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যে তরফ থেকে।
মধ্যপ্রদেশ- মহারাষ্ট্র থেকে ইন্দোর এবং ভোপাল এ যাওয়ার জন্য নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক। রাজ্যে আসার ৪৮ ঘণ্টা আগে এই পরীক্ষা করাতে হবে।
রাজস্থান- গুজরাত, মহারাষ্ট্র, হরিয়ানা, মধ্য প্রদেশ, কেরল, পঞ্জাব থেকে আগতদের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক।
উত্তরপ্রদেশ- কেরল এবং মহারাষ্ট্র থেকে যাঁরা ফিরবেন তাঁদের অবশ্যই থাকতে হবে নেগেটিভ রিপোর্ট। ১৪ দিন থাকতে হবে কোয়ারান্টিনে।
গোয়া- পর্যটকদের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই।
উত্তরাখণ্ড- রাজস্থান, কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র,পঞ্জাব, কর্নাটক, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, গুজরাত, হরিয়ানা, উত্তরপ্রদেশে থেকে ফিরলে নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক।
অসম- মুম্বই এবং বেঙ্গালুরু থেকে আগত বিমানযাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। তা না হলে সংশ্লিষ্ট রাজ্যে যাওয়ার পর পরীক্ষা করানো হবে।
হিমাচল প্রদেশ- ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক পঞ্জাব, দিল্লি, মহারাষ্ট্র, গুজরাত, কর্নাটক, রাজস্থান, উত্তরপ্রদেশ থেকে আগতদের।
ত্রিপুরা- রাজ্যে যাওয়ার পর করোনা পরীক্ষা করাতে হবে। কোনও উপসর্গ থাকলে ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হবে।
আন্দামান নিকোবর- সংশ্লিষ্ট পর্যটন অঞ্চলে যাওয়ার আগে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। সব ছবি- ফাইল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -