MahaShivratri Photos: প্রধান উপকরণ বেলপাতা, রুদ্রাক্ষ, দুধ, দেশজুড়ে মহা শিবরাত্রি পালন
পুণ্যার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহা শিবরাত্রি। মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে এই দিনটি পলন করা হয়ে থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিবছর দেশের বিভিন্ন মন্দিরে ভক্তদের ঢল নামে। করোনার জেরে এবছর অনেকেই মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন না।
ভগবান শিবের পুজো করার জন্য অনেকেই এই বিশেষ দিনে উপোস করেন।
মূলত চার প্রহর ধরে চার বার পুজো হয়ে থাকে। এই চার পর্বে চার রকমের মন্ত্র পড়ে থাকেন ভক্তরা।
আলাদা আলাদা জিনিস দিয়ে শিবের স্নান করানো হয় এবং আলাদা আলাদা মন্ত্রের সঙ্গে অর্ঘ্য প্রদান করা হয়।
কেদারনাথের মূল বিগ্রহ তাই মহিষের পিঠের আকৃতি। এরপর একে একে তুঙ্গনাথে বাহু, মদমহেশ্বরে নাভি, রুদ্রনাথে মুখ এবং কল্পেশ্বরে জটা দেখা যায়। কেদারনাথ সহ এই পাঁচটি জায়গা পঞ্চকেদার নামে পরিচিত।
বেল পাতা, রুদ্রাক্ষ, দুধ দিয়ে এই পুজো করা হয়। একইসঙ্গে এই পুজোর অন্যতম উপকরণ আমের পল্লব।
পাশাপাশি চার প্রহরে দুধ, দই, ঘি, মধু দিয়ে স্নান করানো হয়।
এই পুজোয় ব্যবহার করা হয় ২৬টি প্রদীপ। চার প্রহরের পুজো শেষে শিবমহিম্ন স্তোত্র পাঠ বিধেয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -