Miss Universe 2021: মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার
মিস ইউনিভার্স ২০২১ জিতে নিলেন মিস মেক্সিকো আন্দ্রেয়া মেজা। (ছবি-Getty Images)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগের মিস ইউনিভার্স তথা মিল সাউথ আফ্রিকা জোজিবিনি তুঞ্জি প্রথামাফিক আন্দ্রেয়ার মাথায় পরিয়ে দিলেন মিস ইউনিভার্সের মুকুট। (ছবি-Getty Images)
সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসেছিল মিস ইউনিভার্সের ফাইনাল রাউন্ড। যেখানে ৭৩ জন প্রতিযোগিতে টেক্কা দিয়ে মিস ইউনিভার্স হলেন আন্দ্রেয়া। (ছবি-Getty Images)
পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আন্দ্রেয়া (ছবি-Getty Images)
খেতাব জিতে উঠে তিনি বললেন প্রথাগত সৌন্দর্যের প্রথাগত ধ্যানধারণা যাতে সমাজে বদলায় সেটাই মন থেকে চান। দ্বিতীয় হয়েছেন ব্রাজিলের জুলিয়া গামা ও তৃতীয় পেরুর জানিকা মাকেটা। (ছবি-Getty Images)
গতবছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে বাতিল হয়েছিল মিস ইউনিভার্স প্রতিযোগিতা। (ছবি-Getty Images)
২৬ বছরের আন্দ্রেয়া মেক্সিকোর তৃতীয় মহিলা যিনি মিস ইউনিভার্স খেতাব জিতলেন। (ছবি-Getty Images)
লাল গাউনে সেজে ওঠা আন্দ্রেয়া খেতাব জেতার কিছুক্ষণের মধ্যেই স্টেজের পিছনের দিকে ছোটেন বাকি প্রতিযোগিদের আলিঙ্গনবদ্ধ করতে। (ছবি-Getty Images)
ভারতের অ্যাডলিন ক্যাস্টেলিনো এবারের মিস ইউনিভার্সে চতুর্থ হয়েছেন। (ছবি-Getty Images)
করোনা আবহ কাটিয়ে মিস ইউনিভার্স ফিরলেও প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে সবরকম নিয়মনীতি মেনে চলা হয়েছিল। (ছবি-Getty Images)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -