Narada Scam Updates নারদ-মামলায় তৃণমূলের তিন নেতা-মন্ত্রীর গ্রেফতারি ঘিরে ধুন্ধুমার
2021_5$img17_May_2021_PTI05_17_2021_000064B
1/6
৫ বছর বাদে নারদ-মামলায় নাটকীয় মোড়! সাত সকালে, বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে রাজ্যের দুই মন্ত্রী, এক প্রাক্তন মন্ত্রী ও এক বিধায়ককে গ্রেফতার করল সিবিআই। দিনের আলো একটু জোরাল হতেই অতর্কিতে এক-এক করে চারজনের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। তাঁদের গাড়িতে তোলে সিবিআই। তারপর নিজাম প্যালেসে নিয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।
2/6
প্রতিবাদে সরাসরি নিজাম প্যালেসে পৌঁছে গেলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সিবিআই-এর দিকে। বললেন, আমাকেও গ্রেফতার করো। দীর্ঘ ৬ ঘণ্টা পর, নিজাম প্যালেস থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর এসব ঘিরেই সোমবার দিনভর ধুন্ধুমার পরিস্থিতি।
3/6
করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে কার্যত লকডাউনের জন্য সোমবার ভোরে শুনশান ছিল রাস্তা। কিন্তু এই গ্রেফতারির জেরে জেরেই জমায়েত, অবরোধ, বিক্ষোভে ঘিরে সরগরম হয়ে ওঠে শুনশান রাস্তা। আজ থেকে প্রায় ৫ বছর আগে, অর্থাৎ ২০১৬-র বিধানসভা ভোটের মুখে, নারদের স্টিং অপারেশনের এই ফুটেজ শোরগোল ফেলে দিয়েছিল গোটা বাংলায়। তৃণমূলের বিরুদ্ধে এই স্টিংকে হাতিয়ার করে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। কিন্তু, ভোটের ফলাফলে তার কোনও প্রভাব পড়েনি। ২০১১-র চেয়ে বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরেছিল তৃণমূল।
4/6
৫ বছর বাদে, একুশের বিধানসভা ভোটেও নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটিকে হারিয়ে পশ্চিমবঙ্গে জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা থেকে খালি হাতে ফিরতে হয় মোদি-শাহ জুটিকে। গত ৯ মে শপথ নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। আর এর ঠিক আট দিনের মাথায় আজ মমতা মন্ত্রিসভার দুই হেভিওয়েট সদস্য সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিমকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
5/6
এরইসঙ্গে কামারহাটি থেকে বড় ব্যবধানে জয় ছিনিয়ে এনে রাজনীতিতে কামব্যাক করা তৃণমূল বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী, তথা ভোটের মুখে বিজেপির থেকে দূরত্ব তৈরি করা শোভন চট্টোপাধ্যায়কেও ধরল তারা।
6/6
কিন্তু, নারদকাণ্ডে আরও দুই অভিযুক্ত শুভেন্দু অধিকারী ও মুকুল রায়, যাঁরা বর্তমানে তৃণমূল ছেড়ে, বিজেপির শীর্ষ নেতায় পরিণত হয়েছেন, তাঁদের কেন গ্রেফতার করল না কেন্দ্রীয় সংস্থা? নানা মহলে উঠল সেই প্রশ্ন।
Published at : 17 May 2021 04:57 PM (IST)