Narada Scam Updates নারদ-মামলায় তৃণমূলের তিন নেতা-মন্ত্রীর গ্রেফতারি ঘিরে ধুন্ধুমার
৫ বছর বাদে নারদ-মামলায় নাটকীয় মোড়! সাত সকালে, বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে রাজ্যের দুই মন্ত্রী, এক প্রাক্তন মন্ত্রী ও এক বিধায়ককে গ্রেফতার করল সিবিআই। দিনের আলো একটু জোরাল হতেই অতর্কিতে এক-এক করে চারজনের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। তাঁদের গাড়িতে তোলে সিবিআই। তারপর নিজাম প্যালেসে নিয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিবাদে সরাসরি নিজাম প্যালেসে পৌঁছে গেলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সিবিআই-এর দিকে। বললেন, আমাকেও গ্রেফতার করো। দীর্ঘ ৬ ঘণ্টা পর, নিজাম প্যালেস থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর এসব ঘিরেই সোমবার দিনভর ধুন্ধুমার পরিস্থিতি।
করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে কার্যত লকডাউনের জন্য সোমবার ভোরে শুনশান ছিল রাস্তা। কিন্তু এই গ্রেফতারির জেরে জেরেই জমায়েত, অবরোধ, বিক্ষোভে ঘিরে সরগরম হয়ে ওঠে শুনশান রাস্তা। আজ থেকে প্রায় ৫ বছর আগে, অর্থাৎ ২০১৬-র বিধানসভা ভোটের মুখে, নারদের স্টিং অপারেশনের এই ফুটেজ শোরগোল ফেলে দিয়েছিল গোটা বাংলায়। তৃণমূলের বিরুদ্ধে এই স্টিংকে হাতিয়ার করে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। কিন্তু, ভোটের ফলাফলে তার কোনও প্রভাব পড়েনি। ২০১১-র চেয়ে বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরেছিল তৃণমূল।
৫ বছর বাদে, একুশের বিধানসভা ভোটেও নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটিকে হারিয়ে পশ্চিমবঙ্গে জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা থেকে খালি হাতে ফিরতে হয় মোদি-শাহ জুটিকে। গত ৯ মে শপথ নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। আর এর ঠিক আট দিনের মাথায় আজ মমতা মন্ত্রিসভার দুই হেভিওয়েট সদস্য সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিমকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
এরইসঙ্গে কামারহাটি থেকে বড় ব্যবধানে জয় ছিনিয়ে এনে রাজনীতিতে কামব্যাক করা তৃণমূল বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী, তথা ভোটের মুখে বিজেপির থেকে দূরত্ব তৈরি করা শোভন চট্টোপাধ্যায়কেও ধরল তারা।
কিন্তু, নারদকাণ্ডে আরও দুই অভিযুক্ত শুভেন্দু অধিকারী ও মুকুল রায়, যাঁরা বর্তমানে তৃণমূল ছেড়ে, বিজেপির শীর্ষ নেতায় পরিণত হয়েছেন, তাঁদের কেন গ্রেফতার করল না কেন্দ্রীয় সংস্থা? নানা মহলে উঠল সেই প্রশ্ন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -