Yash Super Cyclone: চলতি সপ্তাহের শেষেই সুন্দরবনে আছড়ে পড়ার আশঙ্কা সুপার সাইক্লোন যশের
বঙ্গে ফের আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় তথা সুপার সাইক্লোন! আশঙ্কা তেমনটাই। হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহেই আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন যশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাওয়া অফিসের মতে ২৩ থেকে ২৫ মে-র মধ্যে সুন্দর বন অঞ্চলে আছড়ে পড়ার আশঙ্কা সুপার সাইক্লোন যশের। যেখান থেকে সাইক্লোনের অভিমুখ বাংলাদেশের দিকে।
বঙ্গোপসাগরে ইতিমধ্যে তৈরি হয়েছে নিম্নচাপ। যা শক্তিশালী ঘূর্ণাবর্তে রূপান্তরিত হতে পারে বলেই আশঙ্কা।
শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হলেও ঠিক কত তীব্র হাওয়া বইতে পারে বা ঝড়ের অভিমুখই বা ঠিক কী হবে, সে ব্যাপারে এখনও সন্দিহান হাওয়া অফিস।
গতবছর করোনার প্রথম ঢেউয়ের সময় বঙ্গে আছড়ে পড়েছিল আমফান। সে সময়ও রাজ্যে লকডাউন চলছিল। এবারের লকডাউনেও কী আগের বছরের মতোই ভয়াবহ অবস্থার পুনরাবৃত্তি হবে, ঘূর্ণিঝড়ের সম্ভাবনায় তৈরি হয়েছে সেই আশঙ্কাই।
সুন্দরবনে আছড়ে পড়ে বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় চলে যেতে পারে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হলেও ইতিমধ্যেই মৎসজীবীদের সপ্তাহের শেষে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিসের পক্ষে।
এক অধিকর্তা জানান বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়বে। ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁতে পারে তাপমাত্রা।
আগামী কয়েকদিন বাতাসে বাড়বে আপেক্ষিক আর্দ্রতা। যার ফলে আগামী কয়েকদিন ভ্যাপসা গরম থাকতে পারে।
এমনিতেই দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ, তার মাঝেই দেশের পশ্চিমভাগ কার্যত লন্ডভন্ড ঘূর্ণিঝড় তাওতের দাপটে। তার মাঝেই আবার আর এক ঘূর্ণিঝড়।
গত বছর সুন্দরবনে আমফান আছড়ে পড়ার পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রায় ঘণ্টায় ২৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়েছিল। লন্ডভন্ড হয়ে গিয়েছিল কলকাতা সহ গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -