Yash Super Cyclone: চলতি সপ্তাহের শেষেই সুন্দরবনে আছড়ে পড়ার আশঙ্কা সুপার সাইক্লোন যশের

In Photos: super cyclone prediction in sunderban from may 23 to 25

1/10
বঙ্গে ফের আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় তথা সুপার সাইক্লোন! আশঙ্কা তেমনটাই। হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহেই আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন যশ।
2/10
হাওয়া অফিসের মতে ২৩ থেকে ২৫ মে-র মধ্যে সুন্দর বন অঞ্চলে আছড়ে পড়ার আশঙ্কা সুপার সাইক্লোন যশের। যেখান থেকে সাইক্লোনের অভিমুখ বাংলাদেশের দিকে।
3/10
বঙ্গোপসাগরে ইতিমধ্যে তৈরি হয়েছে নিম্নচাপ। যা শক্তিশালী ঘূর্ণাবর্তে রূপান্তরিত হতে পারে বলেই আশঙ্কা।
4/10
শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হলেও ঠিক কত তীব্র হাওয়া বইতে পারে বা ঝড়ের অভিমুখই বা ঠিক কী হবে, সে ব্যাপারে এখনও সন্দিহান হাওয়া অফিস।
5/10
গতবছর করোনার প্রথম ঢেউয়ের সময় বঙ্গে আছড়ে পড়েছিল আমফান। সে সময়ও রাজ্যে লকডাউন চলছিল। এবারের লকডাউনেও কী আগের বছরের মতোই ভয়াবহ অবস্থার পুনরাবৃত্তি হবে, ঘূর্ণিঝড়ের সম্ভাবনায় তৈরি হয়েছে সেই আশঙ্কাই।
6/10
সুন্দরবনে আছড়ে পড়ে বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় চলে যেতে পারে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হলেও ইতিমধ্যেই মৎসজীবীদের সপ্তাহের শেষে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিসের পক্ষে।
7/10
এক অধিকর্তা জানান বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়বে। ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁতে পারে তাপমাত্রা।
8/10
আগামী কয়েকদিন বাতাসে বাড়বে আপেক্ষিক আর্দ্রতা। যার ফলে আগামী কয়েকদিন ভ্যাপসা গরম থাকতে পারে।
9/10
এমনিতেই দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ, তার মাঝেই দেশের পশ্চিমভাগ কার্যত লন্ডভন্ড ঘূর্ণিঝড় তাওতের দাপটে। তার মাঝেই আবার আর এক ঘূর্ণিঝড়।
10/10
গত বছর সুন্দরবনে আমফান আছড়ে পড়ার পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রায় ঘণ্টায় ২৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়েছিল। লন্ডভন্ড হয়ে গিয়েছিল কলকাতা সহ গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ।
Sponsored Links by Taboola