Nagpur Flood:৩ ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টি, বানভাসি নাগপুরে মৃত ৪
জলের তলায় নাগপুরের বিস্তীর্ণ অংশ, মারা গেলেন ৫৩ বছরের এক পক্ষাঘাতগ্রস্ত মহিলা-সহ ৪ জন। তুমুল বৃষ্টিতে বানভাসি হয়ে পড়ে নাগপুর। বর্ষার জল অন্তত ১০ হাজার বাড়ির অন্দরে ঢুকে পড়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন। তার আগে, শনিবার রাতেই, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে দুর্গতদের পুনর্বাসন নিয়ে একপ্রস্ত বৈঠক হয় তাঁর।
নাগপুরের সবচেয়ে বড় জলাধার, আমবাজারি লেকের দু'পার উপচে সংলগ্ন এলাকা কার্যত ভেসে যায়। এদিন সকালে সেই এলাকার ছবি ঘুরে দেখেন ফড়নবীশ।
কিছু কিছু জায়গায় বসতবাড়ি থেকে জল নামতে শুরু করলে, বাসিন্দারা বুঝতে পারছেন বন্যায় তাঁদের ক্ষতির বহর ঠিক কতটা। এখনও বহু জায়গায় ঘরের ভিতর কাদা ও নোংরা জল জমে রয়েছে।
নাগপুরে, শনিবার তিন ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়। এর পর থেকেই বানভাসি বিস্তীর্ণ এলাকা। এক বাসিন্দা জানালেন,তাঁর বাড়ির আশপাশের এলাকা একটি ছোট নদীর চেহারা নিয়েছিল।
৪০০ জনকে নিরাপদ স্থান উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। উদ্ধার কাজে নামে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
তবে মর্মান্তিক ঘটনা পুরোপুরি আটকানো যায়নি। সুরেন্দ্রগড়ের বাসিন্দা সন্ধ্যা ধোড়ে এবং সয়াবাই ধোড়ের বাড়িতে বন্যার জল ঢুকলে পরিবারের লোকজন কোনও মতে সন্ধ্যাকে বাঁচান। কিন্তু ৭২ বছরের সয়াবাই পক্ষাঘাতগ্রস্ত, শয্যাশায়ী। তাঁকে বাঁচানো যায়নি। পর দিন, তাঁর নিথর দেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। মৃত বাকি দু'জনের এক জনের বয়স ৭০ বছর, অন্য জন ৫৩ বছর। চতুর্থ ব্যক্তির দেহ শনাক্ত করা যায়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -