Parliament Winter Session:লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ১ দিনে 'সাসপেন্ড' ৭৮ জন বিরোধী সাংসদ
লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ১ দিনে সাসপেন্ড ৭৮জন বিরোধী সাংসদ। লোকসভা থেকে সাসপেন্ড করা হল পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী-সহ কংগ্রেস এবং তৃণমূলের একাধিক সাংসদকে! তালিকায় রয়েছেন অন্য বিরোধী দলের সাংসদরাও।(ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল, রবিবার লোকসভার স্পিকারকে ১৩ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে চিঠি দিয়েছিলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। সংসদে স্মোক-ক্য়ান হামলার পর, নিরাপত্তায় গাফিলতির অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-র বিবৃতি চেয়ে বৃহস্পতিবার সংসদে সরব হন বিরোধীরা। চূড়ান্ত হই-হট্টগোলের জেরে সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড করা হয় ১৪ জন বিরোধী সাংসদকে। (ছবি:PTI)
এদিন লোকসভার ৩৩ জন সাংসদের পাশাপাশি সাসপেনশনের খাঁড়া নেমে আসে রাজ্যসভার ৪৫ জন সাংসদের উপরও। সবমিলিয়ে গত বৃহস্পতিবার থেকে মোট ৯২ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হল দুই কক্ষ থেকে।(ছবি:PTI)
স্মোক ক্যানকাণ্ডের পরে সংসদের শীতকালীন অধিবেশন কার্যত অগ্নিগর্ভ! (ছবি:PTI)
মূলত দুটি প্রশ্নে শোরগোল সংসদে। এক, সংসদে হামলায় অভিযুক্তকে যেই মহীশূরের বিজেপি সাংসদ 'পাস' দিয়েছিলেন বলে শোনা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করা হল? দ্বিতীয়ত, নরেন্দ্র মোদি ও অমিত শাহ কেন এখনও নিরাপত্তার বিষয়টি নিয়ে সংসদে কিছু বলছেন না ?(ছবি:PTI)
এক দিনে বিরোধী শিবিরের ৩৩ জন সাংসদকে সাসপেনশনের সিদ্ধান্তে তীব্র আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেন, 'আমি ভাগ্যবান, আমি এখন সাংসদ নই। যা চলছে তা কাঙ্খিত নয়।'(ছবি:PTI)
প্রতিবাদের সুর ধরা পড়েছে লোকসভায় কংগ্রেসের নেতা থেকে অধীর রঞ্জন চৌধুরীর কথাতেও। তিনি বলেন, 'সংসদকে পার্টি অফিসের মতো চালাতে চাইছে বিজেপি।' এক্স হ্যান্ডেলে কড়া প্রতিক্রিয়া দেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। (ছবি:PTI)
যদিও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য় বিজেপি সভাপতি দিলীপ ঘোষ প্রশ্ন, সংসদে হট্টগোল করে কাজ চালাতে না দেওয়া হলে সেই নিয়ে স্পিকার কোনও সিদ্ধান্ত গ্রহণ করলে তাকে অগণতান্ত্রিক বলা যায় কি? বঙ্গ বিধানসভায় বিজেপি বিধায়করা যে সাসপেন্ড হয়েছেন, সে কথা মনে করিয়ে এদিনের ক্ষোভকে 'দ্বিচারিতা' ব্যাখ্যা করেন দিলীপ। সব মিলিয়ে ফের তুঙ্গে রাজনৈতিক তরজা। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -