Abhijit Mukherjee joins TMC: "পুরনো অফার কি এখনও আছে ?", মমতার কাছে কী জানতে চেয়েছিলেন অভিজিৎ ?
Continues below advertisement

ছবি- অভিজিৎ মুখোপাধ্যায়
Continues below advertisement
1/5

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।
2/5
আজ পার্থ চট্টোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন অভিজিৎ।
3/5
তিনি বলেন, ‘বাম বিরোধিতার জন্যই চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছি। সম্প্রতি বিজেপি ঝড় রুখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক সদস্য হিসেবে তৃণমূলে যোগদান করছি। দেশের সংহতি ও ঐক্য রক্ষার্থে লড়াই চলবে। দল যে দায়িত্ব দেবে, সেভাবেই কাজ করব।’
4/5
অভিজিৎ-কে দলে স্বাগত জানানোর পাশাপাশি তাঁকে আলিঙ্গন করতে দেখা যায় লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ বলেন, ২০১০ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তৃণমূলে আসার জন্য। ভোটের পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়। আমি তখন জিজ্ঞেস করেছিলাম, পুরনো অফার কি এখনও আছে?
5/5
বাবার প্রয়াণের পর কংগ্রেস ছাড়লেন। বাবা বেঁচে থাকলে এই সিদ্ধান্তকে সমর্থন করতেন? এ প্রসঙ্গে অভিজিৎ বলেছেন, ‘সনিয়া গাঁধী তাঁর ছেলে রাহুল গাঁধীর জন্য যা করেছেন, প্রণববাবু কি আমাদের জন্য তা করেছেন? বাবা বেঁচে থাকলে বলতেন, সিদ্ধান্ত তোমার নিজের।’
Continues below advertisement
Published at : 05 Jul 2021 08:06 PM (IST)