Gujarat Flood:বানভাসি গুজরাত, প্রায় ১২ হাজার বাসিন্দাকে সরানো হল নিরাপদ আশ্রয়ে
সোমবার সকাল ৮টা ২০ মিনিট থেকে বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধারকাজ শুরু করেছে গুজরাত প্রশাসন। এখনও পর্যন্ত যা খবর, তাতে প্রায় ১২ হাজারের কাছাকাছি বাসিন্দাকে অপেক্ষাকৃত নিচু জায়গা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই মুহূর্তে গুজরাতের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। কোথাও কোথাও তুমুল বর্ষণ চলছে। তার মধ্যেই সোমবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু করে গুজরাত প্রশাসন।
ভাদোদরা, বারুচ, নর্মদা, দোহোড়, পঞ্চমহল, আনন্দ এবং গান্ধীনগরের বেশ কিছু নিচু এলাকা থেকে প্রায় ১২ হাজার জনকে অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
গুজরাত প্রশাসনের পাশাপাশি উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। তবে তুমুল বর্ষণের ফলে দাহোড়ের মছন্নল্লা বাঁধ যে ভাবে উপচে পড়ে তা দেখে আতঙ্কিত স্থানীয়দের অনেকেই।
রবিবার থেকে তুমুল বর্ষণে বানভাসি পশ্চিম ভারতের এই রাজ্য। আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি উপড়ে যাওয়া গাছ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজও করছে প্রশাসন।
তুমুল বর্ষণের ফলে নর্মদার জল একসময়ে বিপদসীমার উপরে উঠে গিয়েছিল। কিন্তু প্রায় ১২ ঘণ্টা পর সেই জলের স্তর নেমেছে, ফলে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে মুম্বই-আমেদাবাদ রুটের ট্রেন চলাচল।
গুজরাত যখন বন্যায় ভাসছে, তখন পড়শি রাজস্থানে সোমবার সকালেও তুমুল বর্ষণ হয় যার জেরে উত্তর-পশ্চিম রেল পরিষেবার আওতাভুক্ত কিছু ট্রেনের চলাচল বিঘ্নিত হয়েছিল।
নর্মদা বাঁধ থেকে জল ছাড়ায় আশপাশের বহু গ্রাম জলভাসি হয়ে যায়। সে দিকে খেয়াল রেখেই বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় নর্মদা জেলা প্রশাসন। সমস্ত স্কুল-কলেজ সোমবার বন্ধ রাখা হয়। তার মধ্যে কাজে নামে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -