Kashmir Tulip Garden: পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত টিউলিপ বাগান
টিউলিপ প্রেমীদের জন্য সুখবর। আর কয়েকদিনের মধ্যেই পর্যটকদের জন্য দরজা খুলে দিচ্ছে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান। কাশ্মীরের এই বাগানে ১৮ লক্ষেরও বেশি টিউলিপ আছে। আগামী ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত এই বাগান খোলা থাকবে পর্যটকদের জন্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটিউলিপ বাগানের প্রধান ইনাম ইউ রহমান জানিয়েছেন, গত বছর কোভিডের কারণে এই বাগান খোলা হয়নি। পর্যটকরাও আসেননি। আশা করা যায়, এই বছর বহু মানুষ এই বাগানে আসবেন।
শ্রীনগরের জাভারবান পর্বতের পাশে এই টিউলিপ বাগান। এই সুন্দর বাগান তৈরির কাজে নিযুক্ত আছে বহু কর্মী, মালিরা। আর দু সপ্তাহ বাকি নেই। শেষ মুহূর্তের কাজে ব্যস্ত বাগানের কর্মীরা।
এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান ১২০ একর এলাকা জুড়ে আছে। ৯০ প্রজাতির ১৮ লক্ষ টিউলিপ আছে এই বাগানে। কর্তৃপক্ষ এই বাগান একেবারে অন্যভাবে সাজিয়েছে।
সাধারণত তুষারপাতে বাগানের টিউলিপ নষ্ট হয়ে যায়। আবার ফেব্রুয়ারি মাসে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনও চিন্তার কারণ। মার্চ মাসে আবহাওয়া অনুকূল থাকলে উপভোগ করতে পারবেন পর্যটকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -