Parliament Special Session:তামান্না ভাটিয়া থেকে কীর্তি কুলহারি, সংসদের বিশেষ অধিবেশনে যেন 'চাঁদের হাট'
সংসদের বিশেষ অধিবেশনে যেন তারকাদের হাট। উপলক্ষ্য? অল্পকথায় বলতে গেলে, একটি কারণ অবশ্যই মহিলা সংরক্ষণ বিল। লোকসভায় বুধবারই পাশ হয়ে গিয়েছে সেটি। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার, সংসদ চত্বরে দাঁড়িয়ে বলি-তারকা তামান্না ভাটিয়া বললেন, 'আমাদের দেশে মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়া একটি ঐতিহাসিক ঘটনা।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশেষ অধিবেশন উপলক্ষ্যে বৃহস্পতিবার তামান্নার পাশাপাশি দিব্যা দত্ত থেকে কীর্তি কুলহারির মতো অভিনেত্রীদের মতো দেখা যায় সংসদ ভবনে। চত্বরে দাঁড়িয়ে তামান্না আরও বলেন, 'আমরা যে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতির কথা বলি, মহিলারা অংশ না নিলে তা সম্ভবপর নয়।'
সংসদে দেখা যায় অভিনেত্রী হৃষিতা ভট্টকেও। তাঁর মতে, 'প্রত্যেক মহিলার জন্য গর্বের মুহূর্ত। এক জন ভারতীয় নারী হিসেবে আমি গর্বিত।'
দিব্যা দত্তের কথায়, 'আমরা অত্যন্ত ভাগ্যবান যে আজ এখানে আসতে পেরেছি।...এই প্রক্রিয়ায় সামিল হতে পারে দুরন্ত লাগছে।'
বৃহস্পতিবার, রাজ্যসভায় বিলটি পেশ করে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, সরকার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে যে কয়েকটি পদক্ষেপ করেছে, এটি তারই অংশ।
এদিন অভিনেত্রী শ্রেয়া কালরা এবং খুসবু সুন্দরকেও সংসদের বিশেষ অধিবেশনে আসতে দেখা যায়।
পরে শ্রেয়া বলেন, 'এবার ৩৩ শতাংশ মহিলা নীতি-নির্ধারণে অংশগ্রহণ করবেন। এটি ঐতিহাসিক, কারণ দেশের নাগরিকদের ৫০ শতাংশই মহিলা।'
দেখা যায় কীর্তি কুলহারিকেও। সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, 'আগামী প্রজন্ম লিঙ্গসাম্যের পরিবেশ পাবে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -