Parliament Special Session:তামান্না ভাটিয়া থেকে কীর্তি কুলহারি, সংসদের বিশেষ অধিবেশনে যেন 'চাঁদের হাট'

Bollywood Celebs:সংসদের বিশেষ অধিবেশনে যেন তারকাদের হাট। উপলক্ষ্য? অল্পকথায় বলতে গেলে, একটি কারণ অবশ্যই মহিলা সংরক্ষণ বিল।

তামান্না ভাটিয়া থেকে কীর্তি কুলহারি, সংসদের বিশেষ অধিবেশনে যেন 'চাঁদের হাট'

1/8
সংসদের বিশেষ অধিবেশনে যেন তারকাদের হাট। উপলক্ষ্য? অল্পকথায় বলতে গেলে, একটি কারণ অবশ্যই মহিলা সংরক্ষণ বিল। লোকসভায় বুধবারই পাশ হয়ে গিয়েছে সেটি। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার, সংসদ চত্বরে দাঁড়িয়ে বলি-তারকা তামান্না ভাটিয়া বললেন, 'আমাদের দেশে মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়া একটি ঐতিহাসিক ঘটনা।'
2/8
বিশেষ অধিবেশন উপলক্ষ্যে বৃহস্পতিবার তামান্নার পাশাপাশি দিব্যা দত্ত থেকে কীর্তি কুলহারির মতো অভিনেত্রীদের মতো দেখা যায় সংসদ ভবনে। চত্বরে দাঁড়িয়ে তামান্না আরও বলেন, 'আমরা যে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতির কথা বলি, মহিলারা অংশ না নিলে তা সম্ভবপর নয়।'
3/8
সংসদে দেখা যায় অভিনেত্রী হৃষিতা ভট্টকেও। তাঁর মতে, 'প্রত্যেক মহিলার জন্য গর্বের মুহূর্ত। এক জন ভারতীয় নারী হিসেবে আমি গর্বিত।'
4/8
দিব্যা দত্তের কথায়, 'আমরা অত্যন্ত ভাগ্যবান যে আজ এখানে আসতে পেরেছি।...এই প্রক্রিয়ায় সামিল হতে পারে দুরন্ত লাগছে।'
5/8
বৃহস্পতিবার, রাজ্যসভায় বিলটি পেশ করে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, সরকার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে যে কয়েকটি পদক্ষেপ করেছে, এটি তারই অংশ।
6/8
এদিন অভিনেত্রী শ্রেয়া কালরা এবং খুসবু সুন্দরকেও সংসদের বিশেষ অধিবেশনে আসতে দেখা যায়।
7/8
পরে শ্রেয়া বলেন, 'এবার ৩৩ শতাংশ মহিলা নীতি-নির্ধারণে অংশগ্রহণ করবেন। এটি ঐতিহাসিক, কারণ দেশের নাগরিকদের ৫০ শতাংশই মহিলা।'
8/8
দেখা যায় কীর্তি কুলহারিকেও। সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, 'আগামী প্রজন্ম লিঙ্গসাম্যের পরিবেশ পাবে।'
Sponsored Links by Taboola