Bappi Lahiri Demise: চোখে কালো চশমা, শেষযাত্রা ডিস্কো কিং
বিদায় বেলাতেও চোখে সেই ট্রেডমার্ক, কালো চশমা। ধর্মীয় আচার, মন্ত্রোচ্চারণ, আর বাধভাঙা কান্না। পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন বাপি লাহিড়ি। প্রিয় বাপ্পি দাকে বিদায় জানালেন তাঁর অগুন্তি গুণমুগ্ধরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুরের জাদুতে প্রজন্মের পর প্রজন্মকে মাতিয়ে রেখেছিলেন ডিস্কো কিং। বাপি লাহিড়ির মিউজিক গোটা দেশকে মাতিয়েছে। তাঁর মিউজিক মানেই নেচে ওঠা। সেই বাপি লাহিড়িই চলে গেলেন।
অসংখ্য গুণমুগ্ধকে শোকাহত করে মঙ্গলবার রাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’য় আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ির।
ভারতীয় সঙ্গীত হারাল তার ডিস্কো কিং’কে। বৃহস্পতিবার, সকাল ১০টা নাগাদ জুহুর লাহিড়ি হাউস থেকে শুরু হয় তাঁর অন্তিম যাত্রা।
পরিবারের পাশাপাশি, শেষযাত্রায় অংশ নেন তাঁর অনুরাগী ও স্বতীর্থরা। ফুলে সাজানো ট্রাক, তাতে লাগানো বাপ্পি দার ছবি! সেই হাসি মুখ। গলা ভর্তি সোনার চেন। সেই ট্রাকেই তাঁর মহদেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে।
জুহুর বাড়ি থেকে ভিলে পার্লের পবনহংস শ্মশানের দূরত্ব মেরেকেটে আড়াই কিলোমিটার। গাড়িতে মোটামুটি মিনিট দশেকের দূরত্ব। সেই পথ যেতেই এদিন সময় লাগল প্রায় এক ঘণ্টা!
শববাহী গাড়ি যখন ধীর গতিতে শ্মশানের দিকে এগোচ্ছে। তখন বাজছে তাঁরই গান। রাস্তার ধারে সার দিয়ে দাঁড়িয়ে অসংখ্য গুণমুগ্ধ!
অনেকে আবার বাড়ির ব্যালকনি থেকে করজোড়ে শেষ শ্রদ্ধা জানালেন প্রিয় শিল্পীকে!
বাপি লাহিড়ির শেষকৃত্যে উপস্থিত ছিলেন শক্তি কাপুর। ইলা অরুণ। অলকা ইয়াগনিক। মিকা সিং। নিখিল দ্বিবেদী ও বিন্দু দারা সিংরা।
মুম্বইয়ের ভিলে পার্লের পবনহংস শ্মশানে এদিন শেষকৃত্য হয় বাপি লাহিড়ির! শেষ হল ভারতীয় সঙ্গীতের একটি অধ্যায়ের। পঞ্চভূতে মিলিয়ে গেলেন ডিস্কো কিং।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -