PM Narendra Modi:চোখধাঁধানো নতুন টার্মিনাল বিল্ডিং পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে, আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
একবার দেখলে মনে হবে যেন কোনও নয়নাভিরাম বেড়ানোর জায়গা। কিন্তু আদতে এটি পোর্ট ব্লেয়ারের বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভবন উদ্বোধন করতে চলেছেন। তার আগে একনজরে বিল্ডিংটির খুঁটিনাটি জেনে নেওয়া যাক?
শঙ্খ আকৃতির এই নতুন টার্মিনাল বিল্ডিংটি ৪০ হাজার ৮৩৭ বর্গমিটার এলাকা জুড়ে বানানো হয়েছে।
ব্যস্ততার চূড়ান্ত সময়ে ১২০০ যাত্রীর যাতায়াতের বিষয়টি সহজেই করা যাবে এই নয়া টার্মিনাল বিল্ডিং দিয়ে। বছরে ৪০ লক্ষ যাত্রীকে পরিষেবা দিতে পারবে এই বিল্ডিং।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভূ-বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে শঙ্খ আকৃতির এই টার্মিনালটি তৈরি করা হয়েছে।
প্রখর তাপ আটকাতে ডাবল ইনস্য়ুলেটেড ছাদ তৈরি রয়েছে নয়া টার্মিনালের।
এমন ভাবেই টার্মিনাল বিল্ডিংটির নকশা করা হয়েছে যাতে দিনের ১২ ঘণ্টা প্রাকৃতিক আলো পাওয়া যায়। ২৮টি চেক ইন কাউন্টার থাকছে।
আগামীকাল সকাল ৯টা নাগাদ বিমানবন্দরে আসার কথা অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়া টার্মিনাল বিল্ডিং উদ্বোধন করবেন ভার্চুয়ালি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -