India News:পুনের কৃষককে কোটিপতি বানাল টমেটো
কোটিপতি বানাল টমেটো! মস্করা বা বিজ্ঞাপনী ক্যাচলাইনও নয়। একেবারে বাস্তবে এই ঘটনা ঘটেছে পুনের এক কৃষকের সঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঈশ্বর গয়াকর নামে পুনের ওই কৃষক ১৭ হাজার ক্রেট টমেটো বিক্রি করে আয় করেছে ২.৮ কোটি টাকা।
কিন্তু ৩৬ বছরের যুবক এখানেই থামতে চান না। তাঁর লক্ষ্য, অন্তত সাড়ে তিন কোটি টাকা আয় করবেন।
৪ হাজার ক্রেট টমেটো রয়েছে ঈশ্বর গয়াকরের কাছে। পুনের কৃষকের আশা, এই টমেটো দিয়েই সাড়ে তিন কোটি টাকার লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলতে পারবেন তিনি।
তাঁর কোটিপতি হওয়ার এমন গল্প শুনে চোখ কপালে উঠে গিয়েছে অনেকেরই। সোশ্য়াল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ঈশ্বরের কথা।
যুবক অবশ্য জানালেন, এক দিনে ২.৮ কোটি টাকা আয় করতে পারেননি। সময় লেগেছে।
১২ একরের খেতে গত ৬-৭ মাস ধরে টমেটো ফলাচ্ছেন যুবক। বেশ কয়েক বার লোকসানও হয়েছে তাঁর। ২০২১ সালে ২০ লক্ষ টাকা মতো লোকসান হয়, জানালেন নিজেই।
হাল ছাড়েননি যুবক। সবুরে এসেছে কোটি টাকা। এই বছর প্রতি ক্রেট টমেটো বিক্রি করেছেন ৭৭০ টাকা থেকে ২৩১১ টাকার মধ্যে। এই পর্যন্ত ১৭ হাজার ক্রেট বিক্রি হয়েছে। মোট আয় ২.৮ কোটি টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -