Bharat Drone Shakti 2023: কৃষি থেকে সীমান্ত পাহারা, ভরসা এখন ড্রোন
প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধারকাজ চালানোর জন্য হোক কিংবা সন্ত্রাস দমন। অথবা যে কোনও নজরদারি এবং কিংবা ওষুধ-খাবার পৌঁছনো। যত দিন যাচ্ছে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ড্রোন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিরাপত্তা থেকে দৈনন্দিন কাজকর্ম-সবেতেই ব্যবহার হয় প্রযুক্তি। এর প্রকৌশল এবং প্রযুক্তিগত ব্যবহার দেখেই এর উপর ভরসা করছে তামাম দুনিয়া। পিছিয়ে নেই ভারত সরকারও।
সোমবার গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে আয়োজিত হল ভারত ড্রোন শক্তি ২০২৩ (Bharat Drone Shakti 2023)।
ভারতীয় বায়ুসেনা এবং ড্রোন ফেডারেশন অফ ইন্ডিয়া (Drone Federation of India)। রাজনাথ সিংহ এদিন ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বেশ কিছু ড্রোনের কার্যকারিতাও দেখেন তিনি। ওখানেই ছিল প্রদর্শনী। সেখানেও যান তিনি। ঘুরে দেখেছেন বিভিন্ন স্টলও।
ড্রোন ফেডারেশন অফ ইন্ডিয়া (Drone Federation of India)-এর তরফে এক কর্তৃপক্ষ জানিয়েছেন, ৭৫টি ড্রোন রেখে দিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে। এছাড়াও ৫০টিরও বেশি সংখ্যক ড্রোন ওড়ানো হয়েছে প্রদর্শনীতে।
এদিন প্রদর্শনীতে বিশেষ মোটরবাইকও রাখা হয়েছিল। ANI-এর রিপোর্ট অনুযায়ী বিশেষ কমপ্যাক্ট ড্রোন সিস্টেম এই মোটরবাইক করে নিয়ে যাওয়া যাবে।
unassembled drones-ওই মোটরবাইকের মাধ্যমে নিয়ে যাওয়া যাবে। প্রান্তিক এলাকায় সহজে প্রযুক্তি নিয়ে যাওয়ার জন্য় ব্য়বহার করা যাবে এটি।
ANI একটি ট্যুইটে জানানো হয়েছে, 'বিশেষ মোটরবাইক তৈরি করা হয়েছে unassembled drones বয়ে নিয়ে যাওয়ার জন্য। মোটরবাইকের মাধ্যমে কিসান ড্রোন গ্রামীন এলাকায় নিয়ে যাওয়া যাবে, আধুনিক কৃষিব্যবস্থা প্রান্তিক এলাকায় পৌঁছনোর জন্য এটি কাজে লাগবে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -