Asian Games 2023: বাংলার তিতাসের স্বপ্নের স্পেলে ভর করে এশিয়ান গেমসে সোনা জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল
এশিয়ান গেমসের গোল্ড মেডেল ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় ভারতীয় দল। গত দুই ম্যাচে না খেললেও ফাইনালে ভারতীয় দলে ফেরেন অধিনায়ক হরমনপ্রীত কৌর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটসে জিতে হরমনপ্রীত প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে মাত্র ১৬ রানেই ওপেনিং পার্টনারশিপ ভাঙে। শেফালি ভার্মা ৯ রানে আউট হন।
শেফালি আউট হওয়ার পর স্মৃতি মান্ধনা ও জেমাইমা রডরিগেজ় ভারতীয় ইনিংসের হাল ধরেন। দ্বিতীয় উইকেটে ৭৩ রান যোগ করেন দুইজনে।
তবে স্মৃতি ৪৬ রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় ইনিংস ধস নামে। ২৭ রানে ছয় উইকেট হারায় ভারত। ইনিংসের শেষ ওভারে ৪২ রানে আউট হন জেমাইমা।
জেমাইমা ও স্মৃতি বাদে কোনও ভারতীয় ব্যাটার দুই অঙ্কের রানও করেননি। অধিনায়ক হরমনপ্রীত মাত্র দুই রান করেন। ভারতীয় দল ২০ ওভারে সাত উইকেটে ১১৬ রান তোলে।
অল্প রান ডিফেন্ড করতে নেমে ভারতীয় দল বল হাতে শুরুটা স্বপ্নের মতো করে। বাংলার তিতাস সান্ধু আট বলের ব্যবধানে তিন উইকেট নেন।
শ্রীলঙ্কার হয়ে হাসিনি পেরেইরা ও নীলাক্ষি ডি সিলভা লড়াকু ৩৬ রানের পার্টনারশিপ গড়েন। তবে হাসিনিকে ২৫ রানে আউট করে ভারতকে বড় সাফল্য এনে দেন রাজেশ্বরী গায়কোয়াড়।
ওশাদি রানাসিংহে ও নীলাক্ষি যথাক্রমে ১৯ ও ২৩ রান করলেও তা শ্রীলঙ্কার জন্য যথেষ্ট ছিল না।ওশাদি রানাসিংহে ও নীলাক্ষি যথাক্রমে ১৯ ও ২৩ রান করলেও তা শ্রীলঙ্কার জন্য যথেষ্ট ছিল না।
নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ৯৭ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। ১৯ রানে জয় পায় ভারত।
কমনওয়েলথ গেমসে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবে এই ম্যাচ জিতে প্রথম ভারতীয় ক্রিকেট দল হিসাবে এশিয়ান গেমসে সোনা জিতে নিলেন হরমনপ্রীত কৌররা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -