Asian Games 2023: বাংলার তিতাসের স্বপ্নের স্পেলে ভর করে এশিয়ান গেমসে সোনা জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল

INDW vs SLW: শ্রীলঙ্কার মহিলা দলকে গোল্ড মেডেলের ম্যাচে ১৯ রানে হারায় ভারতীয় মহিলা ক্রিকেট দল।

এশিয়ান গেমসে ক্রিকেটে সোনাজয় ভারতীয় মহিলা দলের (ছবি: পিটিআই)

1/10
এশিয়ান গেমসের গোল্ড মেডেল ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় ভারতীয় দল। গত দুই ম্যাচে না খেললেও ফাইনালে ভারতীয় দলে ফেরেন অধিনায়ক হরমনপ্রীত কৌর।
2/10
টসে জিতে হরমনপ্রীত প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে মাত্র ১৬ রানেই ওপেনিং পার্টনারশিপ ভাঙে। শেফালি ভার্মা ৯ রানে আউট হন।
3/10
শেফালি আউট হওয়ার পর স্মৃতি মান্ধনা ও জেমাইমা রডরিগেজ় ভারতীয় ইনিংসের হাল ধরেন। দ্বিতীয় উইকেটে ৭৩ রান যোগ করেন দুইজনে।
4/10
তবে স্মৃতি ৪৬ রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় ইনিংস ধস নামে। ২৭ রানে ছয় উইকেট হারায় ভারত। ইনিংসের শেষ ওভারে ৪২ রানে আউট হন জেমাইমা।
5/10
জেমাইমা ও স্মৃতি বাদে কোনও ভারতীয় ব্যাটার দুই অঙ্কের রানও করেননি। অধিনায়ক হরমনপ্রীত মাত্র দুই রান করেন। ভারতীয় দল ২০ ওভারে সাত উইকেটে ১১৬ রান তোলে।
6/10
অল্প রান ডিফেন্ড করতে নেমে ভারতীয় দল বল হাতে শুরুটা স্বপ্নের মতো করে। বাংলার তিতাস সান্ধু আট বলের ব্যবধানে তিন উইকেট নেন।
7/10
শ্রীলঙ্কার হয়ে হাসিনি পেরেইরা ও নীলাক্ষি ডি সিলভা লড়াকু ৩৬ রানের পার্টনারশিপ গড়েন। তবে হাসিনিকে ২৫ রানে আউট করে ভারতকে বড় সাফল্য এনে দেন রাজেশ্বরী গায়কোয়াড়।
8/10
ওশাদি রানাসিংহে ও নীলাক্ষি যথাক্রমে ১৯ ও ২৩ রান করলেও তা শ্রীলঙ্কার জন্য যথেষ্ট ছিল না।ওশাদি রানাসিংহে ও নীলাক্ষি যথাক্রমে ১৯ ও ২৩ রান করলেও তা শ্রীলঙ্কার জন্য যথেষ্ট ছিল না।
9/10
নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ৯৭ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। ১৯ রানে জয় পায় ভারত।
10/10
কমনওয়েলথ গেমসে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবে এই ম্যাচ জিতে প্রথম ভারতীয় ক্রিকেট দল হিসাবে এশিয়ান গেমসে সোনা জিতে নিলেন হরমনপ্রীত কৌররা।
Sponsored Links by Taboola