Rahul Gandhi: দু'চাকায় সওয়ার রাহুল, পোষ্যর সঙ্গেও কাটালেন সময়
চলছে ভারত জোড়ো যাত্রা। এখন মধ্যপ্রদেশে চলছে রাহুল গাঁধীর নেতৃত্বে কংগ্রেসের পদযাত্রা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার, মধ্যপ্রদেশের মহু থেকে শুরু হয় পদযাত্রা।
দক্ষিণ ভারতের রাজ্যগুলির মতোই এদিনও ছিল বিপুল ভিড়। রাহুলকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন বহু অনুরাগী।
ভারত জোড়ো যাত্রায় এদিন দেখা গিয়েছে দুই পশুপ্রেমীরও। রাহুলের সঙ্গে তাঁদের পশুসংক্রান্ত নানা আলোচনা করতেও দেখা যায়।
এ দিন রাহুল গাঁধীর পদযাত্রা ঘিরে তুঙ্গে ছিল উৎসাহ। রঙিন কাগজের টুকরো উড়িয়ে স্বাগত দেখানো হয় রাহুলকে।
বিভিন্ন সময় বিভিন্ন স্বনামধন্য ব্যক্তি এই পদযাত্রায় যোগ দিয়েছেন। রিয়া সেন, পূজা ভট্ট, রশ্মি দেশাই, অমল পালেকার থেকে তুষার গাঁধী বিভিন্ন সময় ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়েছিলেন।
পশুপ্রেমী হিসেবেও পরিচিত রাহুল। এদিন মিছিলের মাঝেই এক পোষ্যকে আদর করছেন রাহুল গাঁধী। দশ মাস বয়সে জার্মান শেফার্ডটির নাম মার্ভেল।
রবিবার পদযাত্রায় অন্যরূপে দেখা গিয়েছে রাহুলকে। এদিন মোটরবাইক চালাতে দেখা যায় তাঁকে।
তামিলনাড়ু থেকে শুরু হয়েছিল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পেরিয়ে কাশ্মীর পর্যন্ত যাবে এই পদযাত্রা।
এর মাঝেই যাত্রা থেকে বিরতি নিয়ে গুজরাতে ভোট প্রচারেও ব্যস্ত থাকতে দেখা গিয়েছে রাহুলকে। সব ছবি: কংগ্রেসের টুইটার হ্যান্ডেল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -