Cadets in Indian Army : চেন্নাইয়ে পাসিং-আউট প্যারেডের মাধ্যমে ভারতীয় সেনায় নিযুক্ত ১৯৮ জন OTA ক্যাডেট
করোনা অতিমারির মধ্যেই ১১ মাসের কড়া প্রশিক্ষণ শেষে ভারতীয় সেনায় নিযুক্ত করা হল ১৬৭ জন পুরুষ ও ৩১ জন মহিলা ক্যাডেটকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ চেন্নাইয়ে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে পাসিং আউট প্যারেড(সামরিক শিক্ষা শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে বিদায়লগ্নে কুচকাওয়াজ)-এর মাধ্যমে তাঁদের নিয়োগ করা হয়।
ভুটানের পাঁচ পুরুষ ও সাত মহিলা ক্যাডেটও প্রশিক্ষণে উত্তীর্ণ হয়েছেন
মহিলা ক্যাডেটদের মধ্যে রয়েছেন মেজর বিভূতি শঙ্কর ধৌনদিয়ালের স্ত্রী নিকিতা কৌল। প্রসঙ্গত, ২০১৯-এর পুলওয়ামা হামলায় শহিদ হন বিভূতি শঙ্কর। নিকিতা বলেন, গত ১১ মাসে অনেক কিছু শিখেছি। যাঁরা আমার উপর বিশ্বাস রেখেছিলেন, তাঁদের ধন্যবাদ। আমার এই যাত্রাপথের অংশ ছিলেন মা, শাশুড়ি। যেভাবে তোমরা আমার উপর আস্থা রেখেছিলে, তার জেরেই আমার পথটা সহজ হয়ে গিয়েছে।
নতুন অফিসার ক্যাডেটদের সাফল্যে উচ্ছ্বসিত তাঁদের বাবা-মা ।
OTA চেন্নাই পাসিং আউট প্যারেডের লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করেছিল। DD Podhigai, DD Bharati and YouTube চ্যানেলে এর লাইভ সম্প্রচার দেখা যায়।
কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে জোশি(জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ নদার্ন কমান্ড)।
তিনি ACA অবদেশ কাটোচকে OTA স্বর্ণপদক ও সম্মানের তরবারি তুলে দেন।
রৌপ্যপদক দেওয়া হয় BUO আদর্শ প্রতাপ সিং এবং ব্রোঞ্জ মেডেল দেওয়া হয় BCA মহিলা ক্যাডেট মণি মেহতাব ধালিওয়ালকে।
চমৎকার মান বজায় রাখার জন্য অফিসার ক্যাডেট এবং অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির কর্মীদের প্রশংসা করেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে জোশি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -