Army Rescues Tourists:তীব্র তুষারপাতে নাথু-লায় আটকে ৫০০ পর্যটককে দুর্ধর্ষ উদ্ধার ভারতীয় সেনার
ফের বন্ধুর প্রকৃতির চোখে চোখ রেখে সাফল্য ছিনিয়ে আনল ভারতীয় সেনা। সিকিমে আচমকা তীব্র তুষারপাতে আটকে পড়া ৫০০ জন পর্যটককে সমস্ত রকম প্রতিকূলতা সামলে উদ্ধার করলেন সেনার আধিকারিকরা। (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনির্দিষ্ট করে বললে সিকিমের নাথু লা-য় যে ৫০০ জন পর্যটক আটকে পড়েছিলেন, তাঁদেরই উদ্ধার করে এনেছেন ভারতীয় সেনাবাহিনীর 'ত্রিশক্তি কোর।' আম নাগরিকের নিরাপত্তা যে তাঁদের অগ্রাধিকার, সেটা আরও একবার প্রমাণ করে দিয়েছেন ওঁরা। (ছবি:PTI)
যে কোনও ধরনের প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়তে তৈরি থাকেন ওঁরা। এবারও তার কোনও ব্যতিক্রম হয়নি। সিকিমের নাথু-লায় বেড়াতে গিয়ে যাঁরা আটকে পড়েছেন, তাঁদের জন্য উষ্ণ খাবার, চিকিৎসা এমনকি পরিবহণের ব্যবস্থাও করে ভারতীয় সেনা 'ত্রিশক্তি কোর।' (ছবি:PTI)
এক দিকে যখন ভারতীয় সেনা এই বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে, তখন বর্ডার রোড অর্গানাইজেশনের পূর্বাভাস, বিপুল তুষারপাতের জেরে উত্তর ও পূর্ব সিকিমের একাধিক সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে একাধিক গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক কাজকর্ম ধাক্কা খেতে পারে। (ছবি:PTI)
শুধু সিকিম নয়, উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেই প্রবল তুষারপাতের ছবি ধরা পড়েছে গত কয়েক দিনে। হিমাচল প্রদেশের লাহৌল ও স্পিতি এলাকার এই কেলং অঞ্চলের ছবিই দেখা যাক! ৪টি জাতীয় সড়ক-সহ ২২৮টি রাস্তা বন্ধ হয়ে যায় এই রাজ্যে। (ছবি:PTI)
এমনই তুষারপাত হয়েছে যে আসল চেহারা বদলে সাদা রং ধরেছে হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের এই বাসগুলিতেও। (ছবি:PTI)
জম্মু ও কাশ্মীরের কথা বাদ দিলে তুষারপাতের বিবরণ অসম্পূর্ণ থেকে যাবে। শ্রীনগরের রাস্তার ছবিটিই এই রকম। বরফের মধ্যে দিয়েই হাঁটছেন স্থানীয়রা। (ছবি:PTI)
তুষারপাত এড়াতে পারেনি উত্তরাখন্ড-ও। চামোলি জেলার বদ্রীনাথ মন্দিরের উপর বরফ পড়ে সেখানেও সাদা রঙেরই দাপট আপাতত। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -