Mental Health: যে কোনও বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা! হতে পারে মারাত্মক ক্ষতি

Lifestyle Tips: যে কোনও নেতিবাচক ভাবনাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওভারথিঙ্কিংয়ের জেরেই একইভাবে ক্ষতি হতে পারে নিজের

ফাইল ছবি

1/10
যে কোনও বিষয় নিয়ে ভাবনা কখনও কখনও মারাত্মক আকার ধারণ করতে পারে। ওভার থিঙ্কিংয়ের ফলে সবথেকে বেশি সমস্যা হয় নিজেরই। এই ভাবনা সবসময়ই নেতিবাচক প্রভাব ফেলে।
2/10
ওভার থিঙ্কিংয়ের পরিস্থিতি মোকাবিলা যেমন কঠিন হয়ে ওঠে তেমনই তা মানসিক স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।
3/10
কোনও বিষয়ে মনোনিবেশ করার ক্ষেত্রে সমস্যা বাড়তে থাকে। ফলে কোনও কাজ করার ইচ্ছে থাকলেও শুধুমাত্র মন না বসার কারণে তা করার ক্ষমতা হারিয়ে যায়।
4/10
মনোনিবেশ করার ক্ষমতা কমতে থাকলে তার প্রভাব পড়তে পারে দৈনন্দিন জীবনে। বিশেষ করে পড়াশোনা বা কাজের মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে ওভার থিঙ্কিং।
5/10
কোনও বিষয় নিয়ে যত বেশি ভাববেন তত বেশি নেতিবাচক প্রভাব পড়বে মনের উপর। ওভারথিঙ্কিং বাড়তে বাড়তে ডিপ্রেশনের পর্যায় চলে যেতে পারে।
6/10
ওভারথিঙ্কিংয়ের ফলে মস্তিষ্কের উপর চাপ করে। তাতে ক্লান্তি বোধ হতে পারে।
7/10
ভবিষ্যত নিয়ে ভাবনা অত্যন্ত সাধারণ বিষয়। কিন্তু সেই ভাবনা যেন দুশ্চিন্তার পর্যায় চলে না যায় তা নজর রাখতে নিজেকেই।
8/10
অতিরিক্ত ভাবনার ফলে বাড়ে উদ্বেগও। তাতে মানসিকভাবে যেমন বিধ্বস্ত লাগবে তেমন ভাবেই শরীরের উপরও এর প্রভাব পড়বে।
9/10
দীর্ঘদিন ধরে নানা ইস্যুতে ওভারথিঙ্কিংয়ের জেরে মেজাজের উপরও নিয়ন্ত্রণ হারিয়ে যায়। ফলে মুড সুইংস হতে পারে।
10/10
তবে এই সমস্যা বাড়তে থাকলেও অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola