Mental Health: যে কোনও বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা! হতে পারে মারাত্মক ক্ষতি
যে কোনও বিষয় নিয়ে ভাবনা কখনও কখনও মারাত্মক আকার ধারণ করতে পারে। ওভার থিঙ্কিংয়ের ফলে সবথেকে বেশি সমস্যা হয় নিজেরই। এই ভাবনা সবসময়ই নেতিবাচক প্রভাব ফেলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওভার থিঙ্কিংয়ের পরিস্থিতি মোকাবিলা যেমন কঠিন হয়ে ওঠে তেমনই তা মানসিক স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।
কোনও বিষয়ে মনোনিবেশ করার ক্ষেত্রে সমস্যা বাড়তে থাকে। ফলে কোনও কাজ করার ইচ্ছে থাকলেও শুধুমাত্র মন না বসার কারণে তা করার ক্ষমতা হারিয়ে যায়।
মনোনিবেশ করার ক্ষমতা কমতে থাকলে তার প্রভাব পড়তে পারে দৈনন্দিন জীবনে। বিশেষ করে পড়াশোনা বা কাজের মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে ওভার থিঙ্কিং।
কোনও বিষয় নিয়ে যত বেশি ভাববেন তত বেশি নেতিবাচক প্রভাব পড়বে মনের উপর। ওভারথিঙ্কিং বাড়তে বাড়তে ডিপ্রেশনের পর্যায় চলে যেতে পারে।
ওভারথিঙ্কিংয়ের ফলে মস্তিষ্কের উপর চাপ করে। তাতে ক্লান্তি বোধ হতে পারে।
ভবিষ্যত নিয়ে ভাবনা অত্যন্ত সাধারণ বিষয়। কিন্তু সেই ভাবনা যেন দুশ্চিন্তার পর্যায় চলে না যায় তা নজর রাখতে নিজেকেই।
অতিরিক্ত ভাবনার ফলে বাড়ে উদ্বেগও। তাতে মানসিকভাবে যেমন বিধ্বস্ত লাগবে তেমন ভাবেই শরীরের উপরও এর প্রভাব পড়বে।
দীর্ঘদিন ধরে নানা ইস্যুতে ওভারথিঙ্কিংয়ের জেরে মেজাজের উপরও নিয়ন্ত্রণ হারিয়ে যায়। ফলে মুড সুইংস হতে পারে।
তবে এই সমস্যা বাড়তে থাকলেও অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -