CISF Raising Day: CISF-এর প্রতিষ্ঠা দিবসে মোদির শুভেচ্ছা, এই প্রথম দিল্লির বাইরে অনুষ্ঠান
Narendra Modi: দেশের গুরুত্বপূর্ণ শিল্প পরিকাঠামোর নিরাপত্তায় এই বাহিনীর অবদানের কথা বলেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10
আজ CISF Raising Day. ভারতের আধাসামরিক বাহিনীগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এটি। এর পুরো নাম, Central Industrial Security Force.
2/10
এই বছর ১০ মার্চ CISF-এর ৫৪তম Raising Day. এই দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাহিনীকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।
3/10
দেশের নিরাপত্তা, দেশের গুরুত্বপূর্ণ শিল্প পরিকাঠামোর নিরাপত্তায় এই বাহিনীর অবদানের কথা বলেছেন প্রধানমন্ত্রী। CISF-এর বিভিন্ন সাহসিকতার ঘটনার প্রসঙ্গ তুলে ধরেছেন।
4/10
১২ মার্চ হায়দরাবাদে এই দিনটি উদযাপন করা হবে। National Industrial Security Academy-এ অনুষ্ঠান হবে।
5/10
এই প্রথমবারের জন্য দিল্লির বাইরে কোথাও এই দিনটি উদযাপিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
6/10
দেশের পাঁচটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে অন্যতম CISF.
7/10
বিভিন্ন সরকারি ক্ষেত্র, বিমানবন্দর, গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত জায়গার নিরাপত্তার জন্য় থাকে এই বাহিনী।
8/10
১৯৬৯ সালের ১০ মার্চ CISF-এর প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়। একদম প্রথমে হাজার তিনেক জওয়ান এবং তিনটি ব্য়াটেলিয়ন নিয়ে শুরু হয়েছিল এই বাহিনী।
9/10
পরে ধীরে ধীরে সংখ্যা বৃদ্ধি পায়। এখন দেড় লক্ষেরও বেশি জওয়ান রয়েছেন এই বাহিনীতে।
10/10
শুধুমাত্র নিরাপত্তাই নয়। একাধিক সময়ে উদ্ধারকাজ, বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও জড়িয়ে থাকে CISF. সব ছবি: PTI/ Twitter
Published at : 10 Mar 2023 07:26 PM (IST)