Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
CISF Raising Day: CISF-এর প্রতিষ্ঠা দিবসে মোদির শুভেচ্ছা, এই প্রথম দিল্লির বাইরে অনুষ্ঠান
আজ CISF Raising Day. ভারতের আধাসামরিক বাহিনীগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এটি। এর পুরো নাম, Central Industrial Security Force.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বছর ১০ মার্চ CISF-এর ৫৪তম Raising Day. এই দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাহিনীকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।
দেশের নিরাপত্তা, দেশের গুরুত্বপূর্ণ শিল্প পরিকাঠামোর নিরাপত্তায় এই বাহিনীর অবদানের কথা বলেছেন প্রধানমন্ত্রী। CISF-এর বিভিন্ন সাহসিকতার ঘটনার প্রসঙ্গ তুলে ধরেছেন।
১২ মার্চ হায়দরাবাদে এই দিনটি উদযাপন করা হবে। National Industrial Security Academy-এ অনুষ্ঠান হবে।
এই প্রথমবারের জন্য দিল্লির বাইরে কোথাও এই দিনটি উদযাপিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দেশের পাঁচটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে অন্যতম CISF.
বিভিন্ন সরকারি ক্ষেত্র, বিমানবন্দর, গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত জায়গার নিরাপত্তার জন্য় থাকে এই বাহিনী।
১৯৬৯ সালের ১০ মার্চ CISF-এর প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়। একদম প্রথমে হাজার তিনেক জওয়ান এবং তিনটি ব্য়াটেলিয়ন নিয়ে শুরু হয়েছিল এই বাহিনী।
পরে ধীরে ধীরে সংখ্যা বৃদ্ধি পায়। এখন দেড় লক্ষেরও বেশি জওয়ান রয়েছেন এই বাহিনীতে।
শুধুমাত্র নিরাপত্তাই নয়। একাধিক সময়ে উদ্ধারকাজ, বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও জড়িয়ে থাকে CISF. সব ছবি: PTI/ Twitter
- - - - - - - - - Advertisement - - - - - - - - -