Mamata Painting Pics: ধর্নামঞ্চে হাতে রং-তুলি, ক্যানভাসে কী ফুটিয়ে তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
মঙ্গলবার নির্ধারিত সময়ের আধঘণ্টা আগেই ধর্নামঞ্চে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বসে হাতে তুলে নেন রং-তুলি। ক্যানভাসে ফুটিয়ে তোলেন মনের ভাবনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোমবার রাতে তৃণমূলনেত্রীর ভোটপ্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন।
কমিশনের যে সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলে মঙ্গলবার দুপুর ১২টা থেকে গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে ধর্নামঞ্চে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় তিন ঘণ্টা সময় ধর্না দেন তিনি।
ধর্নামঞ্চে বসে থাকার মাঝে রং-তুলি হাতে তুলে নেন তিনি। ক্যানভাসে মনের ভাব ফুটিয়েও তোলেন তিনি। একাধিক ছবি আঁকেন তৃণমূল সুপ্রিমো।
মঙ্গলবার রাত ৮টায় নির্বাচন কমিশনের জারি করা নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার পর জোড়া জনসভাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসত ও বিধাননগরে রয়েছে যে জনসভা।
আগামীকাল উত্তরবঙ্গে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাথাভাঙায় রয়েছে জনসভা। তাঁর যাওয়ার কথা শীতলকুচিতে নিহতদের বাড়িতেও।
সংখ্যালঘু ভোট-ভাগ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে নোটিস দেয় কমিশন। তার যে উত্তর তিনি দিয়েছেন, তা সন্তোষজনক নয় বলেই জানিয়ে নিষেধাজ্ঞা জারি করে কমিশন।
কমিশনের এই সিদ্ধান্ত পক্ষপাতমূলক বলে অবশ্য তোপ দাগেন একাধিক তৃণমূল নেতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -