Congress Petrol Diesel Hike Protest: কোথাও সাইকেল, কোথাও উট, পেট্রোপণ্যের প্রতিবাদে দেশজুড়ে কংগ্রেসের অভিনব প্রতিবাদ
গোটা দেশে রোজই বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। বেশ কয়েকটি রাজ্যে তা ১০০ পেরিয়ে গিয়েছে, অনেক রাজ্যেই একশো ছুঁইছুঁই, এই পরিস্থিতিতে দেশজুড়ে প্রতিবাদ করল কংগ্রেস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুর্গাপুরের সিটি সেন্টারে পেট্রোল পাম্পের সামনে সাইকেল নিয়ে প্রতিবাদে সামিল হন হাত শিবিরের কর্মীরা।
পেট্রোপণ্যের পাশাপাশি রান্নার গ্যাসের দামও বেড়ে চলেছে, এই অবস্থায় নাভিশ্বাস উঠেছে জনসাধারণের।
কংগ্রেস সচিব কে সি ভেণুগোপাল জানান, কোভিড প্রোটোকল মেনে ছোট ছোট দলে ভাগ হয়ে দেশজুড়ে প্রতিবাদ দেখিয়েছেন।
রাজস্থানের বাস চালকদের সংগঠন উটের গাড়ি বের করে অভিনব পন্থায় পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদ জানান।
জয়পুরে একাধিক জায়গায় প্রতীকি প্রতিবাদ দেখানো হয়।
উত্তরপ্রদেশের একাধিক জায়গাতেও পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদে সামিল হন কংগ্রেস কর্মীরা।
প্রয়াগরাজে বিক্ষোভরত কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও বেধে যায়।
হায়দরাবাদে যুব কংগ্রেস কর্মীরা প্রধানমন্ত্রীর ছবি দুধ ঢেলে ধুইয়ে দিয়ে খোঁচার সুরে বলেন, সেঞ্চুরিম্যানকে সংবর্ধনা জানাতেই এই পদক্ষেপ।
পেট্রোপণ্য ও জ্বালানির দাম কমানোর জন্য সরকার ব্যবস্থা না নিলে গোটা দেশজুড়ে বৃহত্তর প্রতিবাদ দেখানো হবে বলেই হুঁশিয়ারিও দেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -