Covid Booster Dose : কত দাম হচ্ছে বুস্টার ডোজের ? কবে থেকে টিকা পাচ্ছেন ১৮ ঊর্ধ্ব সকলেই
১৮ ঊর্ধ্ব সকল দেশবাসীই এবার বুস্টার ডোজ পাওয়ার যোগ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল যে খবর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএতদিন শুধুমাত্র প্রথম শ্রেণির কোভিডযোদ্ধা ও ষাটোর্ধ্বরা বুস্টার তথা প্রি-কশনারি ডোজ পাওয়ার যোগ্য ছিলেন।
আগামী ১০ এপ্রিল থেকে ১৮ ঊর্ধ্ব সকলেই বুস্টার ডোজ পাবেন। যদিও এক্ষেত্রে থাকছে একটি শর্ত।
দ্বিতীয় ডোজ নেওয়ার ন'মাস পরে কেউ বুুস্টার ডোজ পাবেন।
আগের টিকাকরণের মতোই কো-উইন (Co-win app) অ্যাপে নাম নথিভুক্ত করার পরে মিলবে টিকা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত শুধুমাত্র বেসরকারি বিভিন্ন জায়গা থেকে মিলবে কোভিডের বুস্টার তথা প্রি-কশনারি ডোজ।
সরকারি বিভিন্ন জায়গা থেকে কবে বুস্টার ডোজ মিলবে সেটা এখনও জানানো হয়নি। আশা করা হচ্ছে শীঘ্রই সে সম্পর্কেও জানানো হবে।
বেসরকারি ক্ষেত্রে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে কত টাকা দিতে হবে, সে সম্পর্কে এখনও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে সরকারিভাবে কোনও নির্দেশ দেওয়া হয়নি।
তবে সিরাম সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে, কোভিশিল্ডের বুস্টার ডোজের দাম হচ্ছে ৬০০ টাকা।
কোভ্যাক্সিনের বুস্টার ডোজ বা অন্য সংস্থাগুলির বুস্টার ডোজের দাম কত হবে, তা নিয়ে কোনও পক্ষই এখনও কিছু জানায়নি। সরকারের পক্ষ থেকেও এখনও বেঁধে দেওয়া হয়নি কোনও দাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -