Covid Update: মিশ্র টিকায় লাভ? কোন বুস্টার ডোজে বাঁচাবে কোভিড?
কোভিডের বিরুদ্ধে লড়তে গেলে সবচেয়ে ভাল ভাবে সাহায্য করবে কোভিশিল্ডের বুস্টার ডোজ। কোভিড টিকা হিসেবে প্রথমে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন যাই নেওয়া হোক না কেন, বুস্টার ডোজ হিসেবে সবচেয়ে বেশি কার্যকরী কোভিশিল্ড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনটাই দাবি করা হল একটি গবেষণাপত্রে। ভারতে একটি নতুন সমীক্ষা চালানো হয়েছে, সেই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে দ্য ল্যান্সেট রিজিওনাল হেল্থ সাউথইস্ট এশিয়া জার্নালে (The Lancet Regional Health Southeast Asia Journal)
সমীক্ষায় দাবি করা হয়েছে, টিকা মিশ্রণে কোনও সমস্যা নেই। অর্থাৎ প্রথমে কোভ্যাক্সিন (Covaxin) টিকা নেওয়া হোক বা কোভিশিল্ড টিকা, সেই ব্যক্তির বুস্টার ডোজ হিসেবে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন টিকা নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই বলে দাবি করা হয়েছে।
তারই সঙ্গে দাবি করা হয়েছে, প্রাথমিক টিকা হিসেবে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন যাই নেওয়া হোক না কেন, কোভিশিল্ড টিকা অনেক বেশি কার্যকর।
বিশেষজ্ঞরা বারবার বলে এসেছেন, কোভিডের সঙ্গে লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র কোভিড টিকা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বারবার নিজেকে বদল করেছে কোভিড ভাইরাস। এক একসময়ে নতুন নতুন ভ্যারিয়েন্ট এসেছে।
সম্প্রতি ওমিক্রনের (Omicron) একটি ভ্যারিয়েন্ট আতঙ্ক ছড়িয়েছে চিন ও আরও কিছু দেশে। ওই ভ্যারিয়েন্টের হদিস মিলেছে ভারতেও। সেই কারণেই কোভিড থেকে সুরক্ষিত থাকতে বুস্টার ডোজের উপর জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)
তামিলনাড়ুর ভেলোরের (Vellore) ক্রিস্টান মেডিক্যাল কলেজ (Christian Medical College) এবং অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদের Centre for Cellular and Molecular Biology- যৌথভাবে এই গবেষণা করেছে।
দুটি টিকা মিশিয়ে নিলে কতটা কাজ হয়, কতটা সুরক্ষিত তা নিয়েই গবেষণা হয়েছে। এর জন্য কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন টিকার উপর গবেষণা করা হয়েছে। কারণ ভারতে টিকাকরণের ক্ষেত্রে মূলত এই দুটি টিকাই ব্যবহার করা হয়েছে।
বুস্টার ডোজের চার রকম মিশ্রণের উপর পরীক্ষা হয়েছে। অর্থাৎ, শুধুমাত্র কোভিশিল্ড (Covishield), শুধুমাত্র কোভ্যাক্সিনের টিকা, প্রথমে কোভিশিল্ড পরে কোভ্যাক্সিন, প্রথমে কোভ্যাক্সিন এবং পরে কোভিশিল্ড টিকা। একাধিক জটিল পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তথ্য় খুঁটিয়ে দেখার জন্য।
গবেষণাপত্রে দেখা গিয়েছে কোনও ক্ষেত্রেই কোনও সমস্যা বা বিপদের ঘটনা দেখা যায়নি। শেষ পর্যন্ত দেখা গিয়েছে, চার রকম মিশ্রণের মধ্যে কোভিশিল্ডের বুস্টার ডোজে সুরক্ষাকবচ অনেক বেশি। প্রথমে কোভ্যাক্সিন টিকার পরে বুস্টার হিসেবে কোভিশিল্ড টিকা অনেক বেশি কার্যকরী করে দাবি করা হয়েছে। সব ছবি: PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -