Cyclone Biparjoy: আছড়ে পড়েছে 'বিপর্যয়', ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিতে তোলপাড় গুজরাত
গুজরাত উপকূলে (Gujrat Coast) আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় বিপর্যয় (Cyclone Biparjoy)। । মৌসম ভবন জানিয়েছে, ল্যান্ডফল (Landfall) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে মাঝরাত পর্যন্ত। ভারী বৃষ্টি শুরু হয়েছে গুজরাতের কচ্ছ এবং সৌরাষ্ট্র উপকূলে। বইছে তীব্র ঝোড়ো হাওয়া। আরব সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় যে গুজরাত উপকূলে ধ্বংসলীলা চালাবে সেই প্রসঙ্গে আগেই সতর্ক করেছিল আবহাওয়া দফতর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধে ৬টা ৩০মিনিট নাগাদ গুজরাত উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। ল্যান্ডফলের সময় হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। মৌসম ভবন জানিয়েছে, যত স্থলভাগের দিকে ঘূর্ণিঝড় অগ্রসর হবে ততই বাড়বে হাওয়ার গতিবেগ।
ঘণ্টায় ১২৫ থেকে ১৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ২০২১ সালে গুজরাতে আছড়ে পড়েছিল Tauktae। তার দু'বছরের মাথায় এবার গুজরাত উপকূলে তাণ্ডবলীলা চালাতে হাজির অতি সক্রিয় ঘূর্ণিঝড় বিপর্যয়।
ঘূর্ণিঝড়ের ভয়ে তটস্থ ভারতের পশ্চিম উপকূল। ঘূর্ণিঝড় 'বিপর্যয়' গুজরাতে আছড়ে পড়বে আর কিছুক্ষণের মধ্যেই। উপকূল থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের।
সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে লাল সতর্কতা। গুজরাতে অন্তত ১ লক্ষ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। তীব্র বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া। গুজারাতের মান্ডভিতে শুরু বৃষ্টি।
১৬ জুন পর্যন্ত গুজরাতে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকবে। ঘূর্ণিঝড় পরিস্থিতির উপর কড়া নজর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ঘূর্ণিঝড়ের কারণে যাতে কোনওরকম প্রাণহানি না হয় তার জন্য আগেভাগেই সতর্ক প্রশাসন। চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি।
গুজরাত উপকূলে ল্যান্ডফল শুরু ঘূর্ণিঝড় বিপর্যয়ের। চলবে মাঝরাত পর্যন্ত। নীচু এলাকা থেকে প্রায় ১ লক্ষ বাসিন্দাকে সরানো হয়েছে।
প্রবল হাওয়ার দাপট। গুজরাতে একাধিক জায়গায় ঝোড়ো হাওয়ায় সম্পত্তির ক্ষতি। যদিও এখনও কোনও হতাহতের ঘটনা নেই।
'বিপর্যয়' নিয়ে সতর্ক রাজস্থানও। গুজরাতের পরিস্থিতির দিকেও নজর রাখছেন তারা। যে কোনওরকম পরিস্থিতির জন্য রাজস্থান সরকার তৈরি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।
ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া গুজরাতের উপকূলীয় এলাকায়। নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের। ঘূর্ণিঝড় বিপযর্য়ের প্রভাবে মুম্বইয়ের সমুদ্রও বিক্ষুব্ধ। প্রবল জলোচ্ছ্বাস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -