Delhi Unlock : কাল থেকে সম্পূর্ণ আনলক দিল্লি, কীসে অনুমতি; নিষেধাজ্ঞা কোন ক্ষেত্রে ?
সংক্রমণ কমে যাওয়ায় আগামিকাল থেকে সম্পূর্ণ আনলকের পথে হাঁটতে চলেছে দিল্লি। আজ এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে সংক্রমণ রোধে একাধিক গাইডলাইন মেনে চলতে বলা হয়েছে। দেখা নেওয়া যাক কী কী খোলা থাকছে আর কী বন্ধ
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৫০ শতাংশ আসন নিয়ে খোলা থাকবে রেস্তোরাঁ। এভাবে একসপ্তাহ দেখা হবে। যদি সংক্রমণ বাড়ে, তাহলে কড়া বিধি-নিষেধ জারি করা হবে।(প্রতীকী ছবি, সৌজন্যে : Pixabay)
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে বেসরকারি অফিস। সরকারি অফিসে গ্রুপ এ অফিসারদের ১০০ শতাংশ এবং বাকিদের ৫০ শতাংশ উপস্থিতিতে অনুমতি দেওয়া হয়েছে। (প্রতীকী ছবি, সৌজন্যে : Pixabay)
সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সব মার্কেট কমপ্লেক্স, মল খোলা থাকবে। (প্রতীকী ছবি, সৌজন্যে : Pixabay)
ব্যাঙ্কোয়েট হল বা হোটেলে বিয়ের অনুষ্ঠানে অনুমতি দেওয়া হয়নি। ২০ জনকে নিয়ে আদালত বা বাড়িতে বিয়ের অনুষ্ঠান করা যাবে।
শবযাত্রায় অনুমতি থাকবে মাত্র ২০ জনের
স্পা, জিম, যোগা ইন্সটিটিউট বন্ধ থাকবে(প্রতীকী ছবি, সৌজন্যে : Pixabay)
পাবলিক পার্ক এবং গার্ডেন বন্ধ থাকবে(প্রতীকী ছবি, সৌজন্যে : Pixabay)
দিল্লি মেট্রো ও বাসে ৫০ শতাংশ যাত্রীর অনুমতি থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -