Delhi Rain:ভাসছে দিল্লি, যানজট সংলগ্ন এলাকায়
Waterlogging And Traffic:টানা তিন দিন বৃষ্টিতে জলমগ্ন দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকা। শুক্রবার এরকমই আকাশ ছিল গুরুগ্রামে। তুমুল বৃষ্টিতে ধস নামে সিমলায়। তাতেই দেখা দেয় যানজট।
ভাসছে দিল্লি, যানজট সংলগ্ন এলাকায়
1/10
টানা তিন দিন বৃষ্টিতে জলমগ্ন দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকা। শুক্রবার এরকমই আকাশ ছিল গুরুগ্রামে। (সব ছবি পিটিআই)
2/10
তুমুল বৃষ্টিতে ধস নামে সিমলায়। তাতেই দেখা দেয় যানজট। শুক্রবার এমনই ছিল সিমলার ছবিটা।
3/10
বর্ষণের তীব্রতায় রাস্তাতেই ভেঙে পড়েছে গাছ। সরানোর চেষ্টা করছে সিমলা প্রশাসন।
4/10
অন্য দিকে, জলভাসি গুরুগ্রামের কোথাও কোথাও পরিস্থিতি এতটাই খারাপ যে গাড়ির একাংশ চলে ডুবে গিয়েছে।
5/10
রাস্তা নাকি পুকুর, বোঝা কঠিন। দিনভর তীব্র যানজটের সাক্ষী থেকেছে দিল্লি-এনসিআর অঞ্চল।
6/10
জল ঢুকে গিয়েছে রাজীব চকের একটি সাবওয়ে-তেও। এবার কী হবে?
7/10
এটি একটি গ্যারাজ। কিন্তু তুমুল বর্ষণে আপাতত গ্যারাজে থাকা গাড়িগুলির স্রেফ ছাদটুকুই দেখা যাচ্ছে। ফিরোজাবাদের বেশ কিছু অংশের ছবি ছিল এরকমই।
8/10
ছাতাতেও মানছে না বৃষ্টি। তাও কাজের তাগিদে বেরোতে হয়েছে। রাজধানীতে ইন্ডিয়া গেটের সামনে শুক্রবার এমনই ছিল ছবিটা।
9/10
বৃষ্টির জেরে গুরুগ্রামের একটি রাস্তার একাংশ স্রেফ ধসে গেল শুক্রবার। এমনিতেই যানজট, তার উপর রাস্তায় ধস। ভোগান্তি চরমে।
10/10
শুক্রবার সন্ধ্যাতেও থামেনি বৃষ্টি। ছাতা মাথাতেই বেরিয়ে পড়েছেন দিল্লিবাসী। ইন্ডিয়া গেটের সামনে।
Published at : 24 Sep 2022 07:53 AM (IST)