Diwali 2021: দীপাবলি উদযাপনে মাতল গোটা দেশ
abp ananda
Updated at:
05 Nov 2021 07:30 PM (IST)
1
গতকালই দেশজুড়ে পালিত হল দীপাবলি উৎসব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
করোনা আবহে আলোর উৎসবে মেতে দেশের মানুষ।
3
কোথাও মোমবাতি দিয়ে সাজিয়ে আলোকিত হল।
4
কোথাও আবার আতশবাজির ঝলকানি।
5
উৎসবের রেশ চলছে দেশজুড়ে।
6
যদিও করোনা আবহে এবারের দীপাবলিতে সেভাবে আড়ম্বর ছিল না।
7
তার মধ্যেও উদযাপিত হল আলোর উৎসব।
8
প্রসঙ্গত, গত প্রায় দুটো বছর ধরে চলছে করোনা অতিমারি।
9
সমস্ত উৎসবের মতো গতবছর একই প্রভাব পড়েছিল দীপাবলিতেও।
10
করোনা পরিস্থিতি চলার কারণে গতবছর সেভাবে দীপাবলি উদযাপন হয়নি।
11
তুলনায় চলতি বছর দেশের নানা প্রান্তে কিছুটা হলেও দীপাবলি উদযাপনের ছবি ধরা পড়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -