Dengue News:ডেঙ্গির বাড়বৃদ্ধিতে খলনায়ক কি 'গ্লোবাল ওয়ার্মিং'?
পতঙ্গবাহিত, বিশেষত যে সব রোগের বাহক মূলত মশা, সেগুলি গোটা বিশ্বেই হুড়মুড়িয়ে বাড়ছে। তালিকায় অন্যতম ডেঙ্গি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইউরোপীয় ইউনিয়নের আধিকারিকদের আশঙ্কা, এবার ইউরোপেও দাপট বাড়বে ডেঙ্গি ও চিকুনগুনিয়ার। সৌজন্যে জলবায়ু পরিবর্তন। দিল্লি ও দেশের অন্যত্র এর মধ্যেই গত ৫ নিরিখে সর্বোচ্চ ডেঙ্গি আক্রান্তের সংখ্যার হদিস মিলেছে।
রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনলজি-র একটি গবেষণা বলছে, ডেঙ্গির ভাইরাস উষ্ণতর তাপমাত্রায় থাকার সুযোগ পাওয়াতেই দাপট বেড়েছে তাদের। পরোক্ষে এটিকে বিশ্ব উষ্ণায়নের জের বলে মনে করা হচ্ছে এই গবেষণায়। গবেষণাটি 'দ্য ফেডারেশন অফ আমেরিকান সোসাইটিজ অফ এক্সপেরিমেন্টাল বায়োলজি'-তে প্রকাশিতও হয়েছে।
একাধিক কারণ থাকতে পারে ডেঙ্গির দাপটের বাড়বাড়ন্তের। যেমন এই ভাইরাসের একাধিক স্ট্রেনের মধ্যে কিছু স্ট্রেন বেশি আগ্রাসী। আবার একাধিক স্ট্রেন একই সঙ্গে দাপট দেখাতে শুরু করলেও পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে পারে।
অতীতে ডেঙ্গি হয়ে থাকলে বহু সময় তা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে পারে। ফলে ভাইরাসে আরও ভয়ঙ্কর রূপে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
রোগনির্ণয় ও চিকিৎসা শুরু হতে দেরি হওয়াও ডেঙ্গির দাপটের অন্যতম কারণ।
জমা জল মানেই এডিস ইজিপ্টাই মশার আঁতুরঘর। তাৎপর্যপূর্ণভাবে উষ্ণতর তাপমাত্রা ও বাতাসে বেশি আর্দ্রতা এই এডিস ইজিপ্টাইয়ের বংশবৃদ্ধিতে সহায়তা করে, মনে করেন বিশেষজ্ঞরা। এই এডিস ইজিপ্টাই-ই ডেঙ্গি ভাইরাসের অন্যতম বাহক।
বিশ্ব উষ্ণায়নের জেরে এডিস ইজিপ্টাই মশার হাবভাব পাল্টানোর আশঙ্কাও থাকে। এরা অনেক বেশি 'আগ্রাসী' ও 'রক্তপিপাসু' হয়ে উঠতে পারে যার অর্থ ডেঙ্গির দাপট বৃদ্ধি। সব মিলিয়ে উষ্ণায়নের দিকে আঙুল তুলছেন বিশেষজ্ঞদের অনেকেই। তবে গবেষণাপত্রটির সব দিকই পুরোপুরি সমর্থনের জায়গায় আসেনি। আপাতত যেটুকু ইঙ্গিত মিলেছে, তাতেই চিন্তিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -