Pushkar Camel Fair: ভারতে শুরু বিশ্বের বৃহত্তম উট মেলা, কেন জনপ্রিয় এই উৎসব?
রাজস্থান আজমির থেকে মাত্র ১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পুষ্কর। তিন দিকে পাহাড়ে ঘেরা এ স্থানটি খুবই জনপ্রিয় দেশ ও বিদেশে। আর এখানেই হয় বিশ্বের সবচেয়ে বড় উটের মেলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকার্তিক পূর্ণিমার আগে সাত দিন ধরে চলে এই মেলা। শেষ হয় পূর্ণিমার দিন। শুধু মাত্র এই মেলা দেখার জন্য প্রচুর দেশি-বিদেশি পর্যটক আসেন।
রাজস্থানকে বলা হয় প্রাসাদের শহর। একই সঙ্গে রাজস্থানকে উৎসবের শহরও বলা যায়। এই পুষ্কর এই রাজ্যে অন্যতম। পুষ্কর হ্রদের নামে এর নাম।
এই মেলায় রাজস্থানের বিভিন্ন প্রান্ত থেকে উট নিয়ে আসেন বিক্রেতারা। বিস্তৃত মেলা প্রাঙ্গণ ভরে থাকে হাজার হাজার উটে। অনেকে উটকে সাজান সুন্দর করে।
যদিও ২০২০ সালে অতিমারির কারণে বন্ধ রাখা হয়েছিল। তবে এবার ১৩ দিনের জন্য এই মেলা খোলা হল।
দশ লক্ষের উপরে পশু বিক্রেতার জমায়েত হয় এখানে। এখানে উটের দৌড়, উটের নাচ, অ্যাক্রোব্যাটের আয়োজন করা হয়।
কেনাবেচা হয় গরু-ঘোড়াও। এই মেলায় রাজস্থানের বিভিন্ন প্রান্ত থেকে উট নিয়ে আসেন বিক্রেতারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -