C-295 Induction: প্রথা মেনে বাহিনীর সদস্য প্রথম C-295! রইল খুঁটিনাটি
ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হল প্রথম C-295 পরিবহনকারী বিমান (tactical transport aircraft)। কাজ শুরু করবে ভারতীয় বায়ুসেনার (IAF) বহরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোমবার Hindon Air Base-এ নতুন এই বিমানটি বাহিনীতে আনুষ্ঠানিক ভাবে যোগ দেওয়ানো হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয় C-295 পরিবহনকারী বিমানটি।
২০ সেপ্টেম্বর C-295 পরিবহনকারী বিমান এসে পৌঁছয় গুজরাতের ভাদোদরায়। এর আগে স্পেনের সেভিলে (Seville) এই বিমানটিকে তুলে দেওয়া হয়েছিল ভারতীয় বায়ু সেনার হাতে।
১৩ সেপ্টেম্বর চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর উপস্থিতিতে স্পেনের সেভিলে প্রথম C-295 aircraft-টি ভারতের হাতে তুলে দেওয়া হয়।
এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস-কে ভারতীয় বায়ুসেনা ৫৬টি C-295 aircraft-এর বরাত দিয়েছিল। ২১৯৩৫ কোটি টাকার ওই চুক্তির প্রথম বিমান এটি। ভারতের Avro-748 বহরকে পাল্টে তার জায়গা নেবে C-295 aircraft
২০ সেপ্টেম্বর ভাদোদরায় এসে পৌঁছনোর পরেই জানানো হয়েছিল IAF-এর X হ্যান্ডেলে। সেখানেই বলা হয়েছিল ২৫ সেপ্টেম্বর বাহিনীতে আনুষ্ঠানিকভবে অন্তর্ভুক্ত করা হবে এই বিমানটি।
এই চুক্তি অনুযায়ী Airbus প্রথম ১৬টি বিমান ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণ তৈরি করে স্পেন থেকে সরবরাহ করবে। বাকি ৪০টি বিমান ভারতে তৈরি করবে Tata Advanced Systems (TASL), ওই দুই সংস্থার মধ্যে এভাবেই সমঝোতা হয়েছে।
এই বিমান তৈরির জন্য যা যা লাগবে তা ইতিমধ্যেই উৎপাদন হওয়া শুরু হয়ে গিয়েছে। হায়দরাবাদে Main Constituent Assembly (MCA)-তে সেগুলি তৈরি হচ্ছে। তারপর সেগুলি নিয়ে আসা হবে ভাদোদরার Final Assembly Line (FAL)-এ। যেটি ২০২৪ সালের নভেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
৯ টনের ওজন নিতে পারবে এই বিমান। মোট ৭১ জন সেনাকর্মী বা ৪৫ জন প্যারাট্রুপারকে বইতে পারবে এই বিমান।
সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৮০ কিলোমিটার। ছোট বা সম্পূর্ণ তৈরি ন হওয়া এয়ারস্ট্রিপ থেকেও উড়ান দিতে পারবে এটি। আকাশ থেকে বাহিনী বা রসদ নামানোর জন্য রিয়ার ব়্যাম্প থাকবে এই বিমানে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -