Assam Flood:বানভাসি অসমের ২০ জেলা, বিপর্যস্ত ১ লক্ষ ২০ হাজার বাসিন্দা

India News:গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বানভাসি অসমের অন্তত ২০টি জেলা, বিপর্যস্ত অন্তত ১ লক্ষ ২০ হাজার বাসিন্দা।

বানভাসি অসমের ২০ জেলা, বিপর্যস্ত ১ লক্ষ ২০ হাজার বাসিন্দা

1/8
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বানভাসি অসমের অন্তত ২০টি জেলা, বিপর্যস্ত অন্তত ১ লক্ষ ২০ হাজার বাসিন্দা।
2/8
অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, লাগোয়া রাজ্য ও প্রতিবেশি দেশ ভূটানের তুমুল বর্ষণের জেরে বেশ কয়েকটি নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে।
3/8
বিশেষত বেকি, পাগলাদিয়া এবং পুঁটিমারি নদীর জল একাধির জায়গায় বিপদসীমার উপর দিয়ে বইছে। সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। 
4/8
শুধুমাত্র নলবাড়ি জেলাতেই প্রায় ৪৫ হাজার বন্যাবিধ্বস্ত, জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর।
5/8
বাকসায় সাড়ে ২৬ হাজার, লখিমপুরে ২৫ হাজার, তামুলপুরে ১৫ হাজার এবং বরপেটা জেলায় ৪ হাজারের কাছাকাছি বন্যাকবলিত মানুষ রয়েছেন বলে খবর।
6/8
জেলা প্রশাসন ১৪টি ত্রাণ শিবির এবং ১৭টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করেছে এর মধ্যেই।
7/8
এখনও পর্যন্ত ২ হাজার ৯১ জন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।
8/8
শোচনীয় অবস্থা লাখখানেক গবাদি পশুরও। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে তাল মিলিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে আপৎকালীন বাহিনী।
Sponsored Links by Taboola