Assam Flood:বানভাসি অসমের ২০ জেলা, বিপর্যস্ত ১ লক্ষ ২০ হাজার বাসিন্দা
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বানভাসি অসমের অন্তত ২০টি জেলা, বিপর্যস্ত অন্তত ১ লক্ষ ২০ হাজার বাসিন্দা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅসম রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, লাগোয়া রাজ্য ও প্রতিবেশি দেশ ভূটানের তুমুল বর্ষণের জেরে বেশ কয়েকটি নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে।
বিশেষত বেকি, পাগলাদিয়া এবং পুঁটিমারি নদীর জল একাধির জায়গায় বিপদসীমার উপর দিয়ে বইছে। সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।
শুধুমাত্র নলবাড়ি জেলাতেই প্রায় ৪৫ হাজার বন্যাবিধ্বস্ত, জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর।
বাকসায় সাড়ে ২৬ হাজার, লখিমপুরে ২৫ হাজার, তামুলপুরে ১৫ হাজার এবং বরপেটা জেলায় ৪ হাজারের কাছাকাছি বন্যাকবলিত মানুষ রয়েছেন বলে খবর।
জেলা প্রশাসন ১৪টি ত্রাণ শিবির এবং ১৭টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করেছে এর মধ্যেই।
এখনও পর্যন্ত ২ হাজার ৯১ জন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।
শোচনীয় অবস্থা লাখখানেক গবাদি পশুরও। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে তাল মিলিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে আপৎকালীন বাহিনী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -